উচ্চতা ‍১৬ ইঞ্চি! নেপালের বৃদ্ধের খাটো উচ্চতায় গিনিস বুক পাচ্ছে রেকর্ডের নতুন উচ্চতা

গোটা বিশ্বের সঙ্গে পরিচয় হতে চলেছে সবচেয়ে খর্বকায় মানুষের। বিশ্বের সবচেয়ে খর্বকায় মানুষের নামটা এ বার পরিবর্তন হতে চলেছে। নেপালের এক গ্রাম্য বৃদ্ধর খাটো উচ্চতাই গিনস বুকের রেকর্ডকে অন্য উচ্চতা দিতে চলেছে। তাঁর নাম মাস্টার নাউ। উচ্চতা মাত্র ১৬ ইঞ্চি বা ৪০.৬ সেন্টিমিটার। মাস্টার নাউয়ের পা এতটাই ছোট যে তিনি হাঁটতে পারেন না।

Updated By: Oct 2, 2013, 10:00 AM IST

গোটা বিশ্বের সঙ্গে পরিচয় হতে চলেছে সবচেয়ে খর্বকায় মানুষের। বিশ্বের সবচেয়ে খর্বকায় মানুষের নামটা এ বার পরিবর্তন হতে চলেছে। নেপালের এক গ্রাম্য বৃদ্ধর খাটো উচ্চতাই গিনস বুকের রেকর্ডকে অন্য উচ্চতা দিতে চলেছে। তাঁর নাম মাস্টার নাউ। উচ্চতা মাত্র ১৬ ইঞ্চি বা ৪০.৬ সেন্টিমিটার। মাস্টার নাউয়ের পা এতটাই ছোট যে তিনি হাঁটতে পারেন না।
নড়াচড়া করতে পারেন না এমন মানুষের মধ্যে তিনি সবচেয়ে খর্বকায় এই স্বীকৃতি গিনিস বুক তাঁকে ইতিমধ্যেই দিয়ে ফেলেছে। এ বার গোটা বিশ্বের খর্বকায় মানুষের স্বীকৃতিও তিনি পেতে চলেছেন। মাস্টার নাউ ভাঙবেন তাইওয়ানের এক ব্যক্তির রেকর্ড। যাঁর উচ্চতা ৪৩ ইঞ্চি।
কাঠমান্ডু থেকে ২১৭ মাইল দক্ষিণ পশ্চিমে এক নিরিবিলি অঞ্চলে থাকেন মাস্টার নাউ। হিন্দি গান শুনতে বড় ভালবাসেন তিনি। খেতে ও শপিং করতেও তিনি দারুণ ভালবাসেন ৭৩ বছরের এই খর্বকায় মানুষটি। তবে কী তাঁর বাইরে বেরোলেই তাঁকে সবাই ঘিরে ধরে অবাক চোখে দেখে এটা অস্বস্তিতে ফেলে তাঁকে। আর শপিংও যে শান্তিতে করবেন তাঁর কী জো আছে! তাঁর সাইজের জামা-প্যান্ট কেনা কি চাট্টখানি ব্যাপার!

.