১১৬ জনকে নিয়ে আন্দামান সাগরের ওপর থেকে নিখোঁজ মায়ানমারের সেনা বিমান

১১৬ জন যাত্রী সহ মায়ানমার মিলিটারির একটি বিমান নিখোঁজ হয়ে গেল। আজ স্থানীয় সময় দুপুর ১টা বেজে ৩৫ মিনিটে নিখোঁজ হয়ে যায় বিমানটি। ঘটনাটি ঘটেছে ইয়াঙ্গনের কাছে।

Updated By: Jun 7, 2017, 05:29 PM IST
১১৬ জনকে নিয়ে আন্দামান সাগরের ওপর থেকে নিখোঁজ মায়ানমারের সেনা বিমান
ছবি সৌজন্য : টুইটার

ওয়েব ডেস্ক : ১১৬ জন যাত্রী সহ মায়ানমার মিলিটারির একটি বিমান নিখোঁজ হয়ে গেল। আজ স্থানীয় সময় দুপুর ১টা বেজে ৩৫ মিনিটে নিখোঁজ হয়ে যায় বিমানটি। ঘটনাটি ঘটেছে ইয়াঙ্গনের কাছে।

বিমানটি আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ATC-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দাওয়েই শহর থেকে ২০ মাইল দূরে শেষবার বিমানটির সঙ্গে সংযোগ হয় ATC-র বলে সেনার তরফে জানানো হয়েছে।

ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে বিমানটির খোঁজে। আন্দামান সাগরের ওপর থেকে নিখোঁজ হয়ে যায় সেটি। বিমানটিতে ১০৫ জন যাত্রী ও ১১ জন ক্রু মেম্বার ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন- ইরানের সংসদ ভবন, মেট্রো স্টেশনে জঙ্গি হামলা; পণবন্দি বেশ কয়েকজন

.