জর্ডনের পার্লামেন্টে AK-47 সেভেন থেকে গুলি চালালেন সাংসদ
সংসদীয় বিতর্কে মারামারি, হাতাহাতি নতুন ঘটনা নয়। বিশ্বের বহু পার্লিয়ামেন্টেই সাংসদদের অসংসদীয় কাজকর্মের নজির রয়েছে। কিন্তু, সবাইকে ছাপিয়ে গেল জর্ডনের পার্লামেন্ট। মাথাগরম করে সংসদভবনেই AK-47 সেভেন রাইফেল থেকে গুলি চালিয়ে বসলেন এক সাংসদ।
সংসদীয় বিতর্কে মারামারি, হাতাহাতি নতুন ঘটনা নয়। বিশ্বের বহু পার্লিয়ামেন্টেই সাংসদদের অসংসদীয় কাজকর্মের নজির রয়েছে। কিন্তু, সবাইকে ছাপিয়ে গেল জর্ডনের পার্লামেন্ট। মাথাগরম করে সংসদভবনেই AK-47 সেভেন রাইফেল থেকে গুলি চালিয়ে বসলেন এক সাংসদ।
জর্ডনের সংসদভবন। আটই সেপ্টেম্বর। কোনও একটি বিষয়কে কেন্দ্র করে সেদিন তুমুল গণ্ডগোল। একদিকে সাংসদ ইয়াহা সউদ, অন্যদিকে কুশাই ডিমেসি। প্রায় হাতাহাতি লাগে আর কি।
এইসময় সকলকে চমকে দিল একটি শব্দ। গুলির শব্দ। গুলিটি চালিয়েছেন, সাংসদ তালাল আলশরিফ। নিজের AK-47 রাইফেল থেকে সিঙ্গল শট। তাঁর জীবনদর্শন বেশ সহজ। বন্দুক থাকতে মুখে কেন?
তালালের গুলিতে কেউ আহত হননি। তবে গুলি চলার পরেই পুরনো ঝগড়া ভুলে নতুন বিতর্কে মেতে পড়েন জর্ডনের সাংসদরা। এবার বিতর্ক বেআদব তালালকে কী শাস্তি দেওয়া যায়, তা নিয়ে। তালাল আলশরিফের শাস্তি স্থির করতে আরেকটি বিতর্ক সভা ডাকা হয়েছে। যার অর্থ আবার উত্তপ্ত বাক্য বিনিময়। সেখানেও কি চলতে পারে গুলি?