ইদের আগের দিন মক্কা মসজিদে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩১০ জনের

মক্কা মসজিদে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৮০ জনের। আহত হয়েছেন প্রায় চারশো জন। শুক্রবার ইদ। ইদের আগে প্রতি বছরই রেকর্ড ভিড় হয় মক্কা মসজিদে। ভিড়ের চাপে বৃহস্পতিবার সকালেই এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Updated By: Sep 24, 2015, 03:27 PM IST
ইদের আগের দিন মক্কা মসজিদে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩১০ জনের

ওয়েব ডেস্ক: মক্কা মসজিদে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩১০ জনের। আহত হয়েছেন প্রায় চারশো জন। শুক্রবার ইদ। ইদের আগে প্রতি বছরই রেকর্ড ভিড় হয় মক্কা মসজিদে। ভিড়ের চাপে বৃহস্পতিবার সকালেই এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ঘটনায় আহতের সংখ্যা ৪০০। গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে ৫০ জনকে। মক্কা শহরের ঠিক বাইরেই মিনাতে সমবেত হয়েছিলেন প্রায় ২০ লক্ষ হজ যাত্রী। সেই বিশাল জমায়েতে আচমকা চাঞ্চল্য তৈরি হওয়াতেই বিপত্তি।

ক দিন আগেই মক্কার মসজিদে ক্রেন ভেঙে পড়ে শতাধিক হজযাত্রীর মৃত্যু হয়। সেই ক্ষত শুকনোর আগেই ইদের আগের দিন সৌদি আরবে ফের হজের জমায়েতে দুর্ঘটনা ঘটল।

.