অবশেষে পাকাপাকিভাবে হোয়াইট হাউসে প্রবেশ সপুত্র 'গিন্নি'র

গৃহ ছিল কিন্তু গৃহিণী ছিলেন না এতদিন, ছিলেন শুধু গৃহকর্তা। হ্যাঁ, হ্যাঁ হোয়াইট হাউসের কথাই বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ছয় মাস পর আজই সে বাড়িতে পাকাপাকিভাবে স্বামী-পুত্রের সঙ্গে থাকতে এলেন মেলেনিয়া ট্রাম্প। ১৬০০ পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ে ছেলে ব্যারনকে নিয়ে প্রবেশ করেই দখিনা জানালা দিয়ে তুলে ফেললেন সুখী গৃহকোণের এক টুকরো ছবি আর তা সেঁটে দিলেন ট্যুইটারের হ্যান্ডেলে, সঙ্গে লিখলেন, "আমাদের এই নতুন বাসায় স্মৃতি তৈরির আশায় রইলাম"। কিন্তু এত দিন কোথায় ছিলেন মেলানিয়া এবং তাঁর পুত্র ব্যারন ট্রাম্প? হঠাত্ ছয় মাস বাদেই বা এলেন কেন?

Updated By: Jun 12, 2017, 11:36 AM IST
অবশেষে পাকাপাকিভাবে হোয়াইট হাউসে প্রবেশ সপুত্র 'গিন্নি'র

ওয়েব ডেস্ক: গৃহ ছিল কিন্তু গৃহিণী ছিলেন না এতদিন, ছিলেন শুধু গৃহকর্তা। হ্যাঁ, হ্যাঁ হোয়াইট হাউসের কথাই বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ছয় মাস পর আজই সে বাড়িতে পাকাপাকিভাবে স্বামী-পুত্রের সঙ্গে থাকতে এলেন মেলেনিয়া ট্রাম্প। ১৬০০ পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ে ছেলে ব্যারনকে নিয়ে প্রবেশ করেই দখিনা জানালা দিয়ে তুলে ফেললেন সুখী গৃহকোণের এক টুকরো ছবি আর তা সেঁটে দিলেন ট্যুইটারের হ্যান্ডেলে, সঙ্গে লিখলেন, "আমাদের এই নতুন বাসায় স্মৃতি তৈরির আশায় রইলাম"। কিন্তু এত দিন কোথায় ছিলেন মেলানিয়া এবং তাঁর পুত্র ব্যারন ট্রাম্প? হঠাত্ ছয় মাস বাদেই বা এলেন কেন?

 

আসলে ছেলে ব্যারনের লেখাপড়ার জন্যই বিগত ছয় মাস নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে থাকতে হয়েছিল মেলেনিয়া ও তাঁর পুত্রকে। শিক্ষাবর্ষ শেষ না হওয়ার জন্যই, মাঝ পথে ওয়াশিংটনে পাকাপাকিভাবে চলে আসতে পারেননি তাঁরা। কিন্তু ১১ বছরের ব্যারনের পরীক্ষা মিটতেই মার্কিন ফার্স্ট লেডি এসে হাজির হয়েছেন হোয়াইটস হাউজে। শোনা যাচ্ছে, ব্যারনকে সম্ভবত ভর্তি করা হবে ওয়াশিংটনের সেন্ট অ্যান্ড্রুস এপিস্কোপাল স্কুলে। সে যাই হোক, আপাতত হোয়াইট হাউস খুশি ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট পুত্র ছোট্ট ব্যারনকে পেয়ে। (আরও পড়ুন- খালি হাতে বালিশের কভার দিয়ে সাপ ধরলেন মহিলা! (ভাইরাল ভিডিও))

.