চাঁদের বুকে বৃহত্তম উল্কা বিস্ফোরণ

চাঁদের বুকে আচমকা আলোর ঝলকানি। বিরল এই দৃশ্য ধরা পড়েছে নাসার টেলিস্কোপে। গত ১৭ মার্চ প্রায় চল্লিশ কেজি ওজনের এক উল্কা আছড়ে পড়ে চাঁদের ওপর। ঘণ্টায় প্রায় নব্বই হাজার কিলোমিটার গতিবেগে উল্কাখণ্ডটি আছড়ে পড়ে চাঁদের ওপর। গত আটবছরে নাসার টেলিস্কোপে চাঁদের ওপর যত উল্কাপাতের ছবি ধরা পড়েছে, বিজ্ঞানীদের মতে, এটাই সবচেয়ে বড়, এবং উজ্জ্বলতম। 

Updated By: May 18, 2013, 11:52 AM IST

চাঁদের বুকে আচমকা আলোর ঝলকানি। বিরল এই দৃশ্য ধরা পড়েছে নাসার টেলিস্কোপে। গত ১৭ মার্চ প্রায় চল্লিশ কেজি ওজনের এক উল্কা আছড়ে পড়ে চাঁদের ওপর। ঘণ্টায় প্রায় নব্বই হাজার কিলোমিটার গতিবেগে উল্কাখণ্ডটি আছড়ে পড়ে চাঁদের ওপর। গত আটবছরে নাসার টেলিস্কোপে চাঁদের ওপর যত উল্কাপাতের ছবি ধরা পড়েছে, বিজ্ঞানীদের মতে, এটাই সবচেয়ে বড়, এবং উজ্জ্বলতম।
এই উল্কাপাতের ফলে চাঁদের পৃষ্টে কোনও গর্ত হয়ে গিয়েছে কিনা, তারই খোঁজ চালাচ্ছে নাসার টেলিস্কোপ। বিজ্ঞানীদের অনুমান, উল্কাপাতের ফলে প্রায় কুড়ি কিলোমিটার ব্যাসের একটি গর্ত হতে পারে। বিজ্ঞানীদের অনুমান, যে শক্তির সঙ্গে উল্কাটি চাঁদের ওপর আছড়ে পড়ে, তা প্রায় পাঁচ টন টিএনটি বিস্ফোরণের সমান।

.