বাংলাদেশে আছড়ে পড়ল মহাসেন
অবশেষে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মহাসেন। আজ সকাল নটা নাগাদ পটুয়াখালির খেপুপাড়া উপকূলে আছড়ে পড়েছে মহাসেন। অসমর্থিত সূত্রে একজনের মৃত্যুর খবর মিলেছে। এই মুহুর্তে ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার, ঝড়ের ব্যাস ৪০০ কিলোমিটার।
অবশেষে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মহাসেন। আজ সকাল নটা নাগাদ পটুয়াখালির খেপুপাড়া উপকূলে আছড়ে পড়েছে মহাসেন। অসমর্থিত সূত্রে একজনের মৃত্যুর খবর মিলেছে। এই মুহুর্তে ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার, ঝড়ের ব্যাস ৪০০ কিলোমিটার।
আপাতত উপকূল ঘেঁষে উত্তরপূর্ব দিকে এগোচ্ছে মহাসেন। গতি বজায় থাকলে দুপুরে মধ্যেই চট্টগ্রাম উপকূলে আছড়ে পড়বে ঝড়। ঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। রাজ্যের উপকূল এলাকায় তিন নম্বর সতর্কতা জারি করা হয়েছে। দিঘায় পুলিসের তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। পর্যটকদের সমুদ্রের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে।উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে।