রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ীপদের জন্য নয়া দিল্লির হয়ে সওয়াল ওয়াশিংটনের, ওবামাকে ধন্যবাদ মোদীর

Updated By: Sep 29, 2015, 08:43 AM IST
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ীপদের জন্য নয়া দিল্লির হয়ে সওয়াল ওয়াশিংটনের, ওবামাকে ধন্যবাদ মোদীর

 

ব্যুরো: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ীপদের জন্য ভারতের দাবিকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তাই বারাক ওবামার সঙ্গে বৈঠকে এনিয়ে ধন্যবাদ জানাতে ভুললেন না নরেন্দ্র মোদী।

দেড় বছরে তৃতীয় সাক্ষাত। তাই জল্পনা ছিল তুঙ্গে। তাতে কোনওরকম জলও ঢাললেন না দুই রাষ্ট্রনেতা। নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হলেন বারাক ওবামা ও নরেন্দ্র মোদী। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে ভারতকে সমর্থন করেছে আমেরিকা। তাই ধন্যবাদের ঝাঁপি উপুর করে দিলেন মোদী।

আলোচনায় বিশেষভাবে জায়গা করে নিয়েছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়। এসেছে সনন্ত্রাসবাদের প্রসঙ্গ। রাষ্ট্রপুঞ্জের নিরাপররা পরিষদে স্থায়ীপদের দাবি। 

একই সঙ্গে সন্ত্রাসবাদের শিকড় ধরে টান দেওয়ার লক্ষ্যে দুদেশ যে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী, তাও জানিয়েছেন ওবামা ও মোদী। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং প্রযুক্তিগত লেনদেনও জায়গা করে নেয় আলোচনায় টেবিলে।

.