বছর শেষের পার্টিতে অশ্লীলতার খোঁজে আজ মিলছে মুম্বই- ম্যানচেস্টার-মাদ্রিদ
বছর শেষের পার্টিতে যখন সবাই মেতে থাকবে, তখন ওরা খুঁজবে অশ্লীলতাকে। অশ্লীল কিংবা কুরুচিকর কিছু দেখলে ওরা ততক্ষণাত্ জানাবে পুলিসকে। ওরা কাজ করবে অনেকটা প্রাইভেট গোয়েন্দার ঢঙে, সাদা পোশাকে। পুলিসের পক্ষে গোটা শহরের সব পার্টিতে গিয়ে অশ্লীলতা মাপা সম্ভব নয়, তাই বিশেষ লোকেদের নিয়োগ করে আজ চলবে।
বছর শেষের পার্টিতে যখন সবাই মেতে থাকবে, তখন ওরা খুঁজবে অশ্লীলতাকে। অশ্লীল কিংবা কুরুচিকর কিছু দেখলে ওরা ততক্ষণাত্ জানাবে পুলিসকে। ওরা কাজ করবে অনেকটা প্রাইভেট গোয়েন্দার ঢঙে, সাদা পোশাকে। পুলিসের পক্ষে গোটা শহরের সব পার্টিতে গিয়ে অশ্লীলতা মাপা সম্ভব নয়, তাই বিশেষ লোকেদের নিয়োগ করে আজ চলবে।
গোটা বিশ্বের ছবিটা একইরকম। বছরের শেষের পার্টিতে অশ্লীলতায় যাতে ঢাকা না পড়ে যায় তার জন্য ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা তো বটেই মুম্বইতেও নিয়োগ করা হয়েছে বিশেষ কর্মী।
এমনিতে গোটা বিশ্বের সব বড় শহরেই আজ রাতের পার্টির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্তা নেওয়া হয়। শ্লীলতাহানি, অসভ্যতা ঠেকাতে
আজ বর্ষশেষ ও নতুন বর্ষ আগমনের খুশিতে মুম্বইয়ে ছোট বড় প্রায় ২০০টি পার্টি হচ্ছে। সেখানে থাকছে দেদার খানাপিনা, নাচ-গান। এইসব পার্টিতে অশ্লীল নাচ, কথাবার্তার ভয় পাচ্ছে পুলিস। তাই বিশেষ কর্মী নিয়োগ। এমনতি বছর শেষের পার্টিতে প্রতি বারই কিছু না কিছু অভিযোগ ওঠে। কিন্তু প্রমাণের অভাবে তা বাতিল হয়ে যায়। এবার তাই আটঘাঁট বেধে নেমেছে পুলিস।
ইটালিতে আবার শুধু পার্টিতে নয়, পার্টির পর ফেসবুক, টুইটার সহ বিভিন্নি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে ছবি দেবে সাধারণ মানুষ, তারওপরেও নজরদারী চালানো হবে বলে খবর। আসলে ক্রিসমাস পার্টিতে সান্তা সেজে যেভাবে বেশ কিছু কুরুচিকর ছবি দেওয়া হয়েছে ফেসবুক, টুইটার, ইনসটাগ্রামে তাতে বিরক্ত ইটালির প্রশাসন।
সব মিলিয়ে গোটা বিশ্বের আজ পার্টির মেজাজের মাঝে অশ্লীলতার মিটার নিয়ে হাজির বিশেষ গোয়েন্দা পুলিস।