কিংবদন্তী কর্ণাটকী কণ্ঠ শিল্পী এমএস শুভলক্ষ্মীর ৯৮তম জন্মদিবসে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ
প্রবাদপ্রতিম কর্ণাটকী কণ্ঠ শিল্পী এম এস শুভলক্ষ্মীর ৯৮তম জন্মদিবসে ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল গুগল। আজকের গুগল ডুডল সাজানো ভারতীয় বাদ্যযন্ত্র দিয়ে। তার মধ্যে `l` এর জায়গায় তানপুরা হাতে শুভলক্ষ্মীর চিরপরিচিত ছবি।
প্রবাদপ্রতিম কর্ণাটকী কণ্ঠ শিল্পী এম এস শুভলক্ষ্মীর ৯৮তম জন্মদিবসে ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল গুগল। আজকের গুগল ডুডল সাজানো ভারতীয় বাদ্যযন্ত্র দিয়ে। তার মধ্যে `l` এর জায়গায় তানপুরা হাতে শুভলক্ষ্মীর চিরপরিচিত ছবি।
১৯১৬-এর ১৬ সেপ্টেম্বর মাদুরাইতে জন্মগ্রহণ করেন শুভলক্ষ্মী। ছোটবেলা থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশে বেড়ে ওঠা শুভলক্ষ্মী মাত্র ১৩ বছর বয়সে মাদ্রাস মিউজিক অ্যাকাডেমিতে ভজন পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেন। কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও সংস্কৃত, হিন্দি, মালায়ালম, বাংলা, পাঞ্জাবী, মারাঠি, তেলেগু, গুজরাতি ভাষাতেও গান করেছেন এই কিংবদন্তী শিল্পী।
গানের পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছিলেন শুভলক্ষ্মী। তবে মূলত কর্ণাটকী সঙ্গীতের জন্যই সারা বিশ্বে বিখ্যাত হন তিনি।
পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ম্যাগসাইসাই, সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন এই কিংবদন্তী। ১৯৯৮ সালে প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসাবে ভারতরত্ন পান তিনি। তবে ১৯৯৭-এ স্বামী কল্কি সদশিভমের মৃত্যুর পর প্রকাশ্যে গান করা ছেড়ে দেন তিনি।
২০০৪-এর ১১ ডিসেম্বর ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম মহীরুহ এম এস শুভলক্ষ্মী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।