টুইটারে মালালাকে 'মসালা' লিখলেন জ্যাকি, 'ম্যালারিয়া'কে শুভেচ্ছা জানালেন নাওমি ক্যাম্পবেল

স্মার্ট ফোনের কারিগুরি নাকি টাইপিং ভুল? স্মার্টফোন যতটা স্মার্ট ভাবা হয় ততটা কি স্মার্ট? সেই টাইপো গেরোয় ফাঁসলেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল থেকে বলিউড তারকা জ্যাকি ভাগনানি।

Updated By: Oct 13, 2014, 06:39 PM IST
টুইটারে মালালাকে 'মসালা' লিখলেন জ্যাকি, 'ম্যালারিয়া'কে শুভেচ্ছা জানালেন নাওমি ক্যাম্পবেল

ওয়েব ডেস্ক: স্মার্ট ফোনের কারিগুরি নাকি টাইপিং ভুল? স্মার্টফোন যতটা স্মার্ট ভাবা হয় ততটা কি স্মার্ট? সেই টাইপো গেরোয় ফাঁসলেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল থেকে বলিউড তারকা জ্যাকি ভাগনানি।

নোবেল শান্তি পুরস্কারের মঞ্চে মালালা ইউসুফ জাইয়ের নাম ঘোষণা হওয়ার পরই টুইটার ভেসে গিয়েছিল শুভেচ্ছায়। বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল জয়ীকে অভিনন্দন জানিয়েছিলেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেলও। তবে মালালা লিখতে গিয়ে নাওমি লিখে ফেলেছেন 'ম্যালারিয়া'! অন্যদিকে এমনই টাইপোর শিকার হয়ে হাসির পাত্র হয়েছেন ইয়াঙ্গিস্তান অভিনেতা জ্যাকি ভাগনানিও। জ্যাকি মালালার বদলে লিখে ফেলেছেন 'মসালা'!

টুইট এডিট করা যায় না। ফলে ভুলের জেরে লজ্জায় পড়ে গেছেন দুজনেই। তাই ডিলিট করা ছাড়া উপায় ছিল না। দুজনেই টুইট ডিলিট করে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে যতক্ষণে টুইট ডিলিট করা হয়েছে ততক্ষণ টুইটারে তা ভাইরাল হয়ে দুজনেই এখন হাস্যস্পদ।  

 

.