মেক ইন ইন্ডিয়া স্লোগান নিয়ে মোদী এবার জার্মানিতে
ফ্রান্সের পর এবার জার্মানি। হ্যানোভারে বানিজ্য মেলাতে ভারতকে লগ্লিকারীদের আদর্শ ডেস্টিনেশন হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশ্বাস দিলেন কর ব্যবস্থা সংস্কার করে সব রকম সাহায্যের।
মেক ইন ইন্ডিয়া স্লোগান নিয়ে মোদী এবার জার্মানিতে। জার্মান সিইওদের সঙ্গে বৈঠকে তাঁদের ভারতে বিনিয়োগের আমন্ত্রণ জানালেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাখ্যা করলেন কি ভাবে পরিবর্তন হচ্ছে ভারতের অর্থনীতির। হ্যানোভারের বিখ্যাত বাণিজ্য মেলার এবারের পার্টনার ভারত। সেখানে বিশ্বের তাবত্ লগ্লিকারীদের মোদী জানিয়ে দিলেন, দুনিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তার দেশ
বিদেশি বিনিয়োগ কারীদের উদ্দেশ্যে মোদীর বার্তা, আসুন , ভারতে বিনিয়োগ করুন। কর ব্যবস্থার সংস্কারের উপরেও জোর দেন মোদী। আলোচনা করেন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তার সরকার কিভাবে নতুন নতুন সংস্কার করেছে তা নিয়েও বাণিজ্য মেলায় যোগ দেওয়ার আগে রবিবার হ্যানোভাবে মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী।