আফগানিস্তানে প্রবল ধস, ২,৫০০ মানুষের মৃত্যুর আশঙ্কা
আফগানিস্তানের উত্তরে আসা প্রবল ধ্বসে অন্ততপক্ষে ২,৫০০০ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবারের প্রথমে তুমুল বৃষ্টি, পরে ধস। ফলে খোঁজ পাওয়া যাচ্ছে ২,৫০০ মানুষের। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তিনটি গ্রাম।
আফগানিস্তানের উত্তরে আসা প্রবল ধ্বসে অন্ততপক্ষে ২,৫০০০ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবারের প্রথমে তুমুল বৃষ্টি, পরে ধস। ফলে খোঁজ পাওয়া যাচ্ছে ২,৫০০ মানুষের। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তিনটি গ্রাম।
বাদাকাস্তান প্রদেশের এক আধিকারিক জানিয়েছেন হোবো বারিক গ্রামের ওপর পাহাড় ভেঙে পড়েছে। ফলে দু`হাজারের ওপর মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। প্রায় ৩০০ টি ঘর ভেঙে গিয়েছে ধসে। তিন তলা উঁচু করে মাটির স্তর তৈরি হয়েছে গ্রামে।