লন্ডনের পর একই কায়দায় নেদারল্যান্ডসের হেগে ছুরি নিয়ে হামলা, জখম ৩
গতকাল দুপুরে লন্ডন ব্রিজে দুষ্কৃতীর ছুরির ঘায়ে আহত হন বেশ কয়েকজন। আর তার কয়েক ঘণ্টা পরেই হেগ-এ অজ্ঞাতপরিচয় হামলাকারীর ছুরিতে আহত হলেন তিন যুবক
নিজস্ব প্রতিবেদন: লন্ডনের পর হেগ। একইদিনে ফের ছুরি হাতে দুষ্কৃতীর হামলা। লন্ডন ব্রিজের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের শহরে আততায়ীর ছুরির এলোপাথাড়ি কোপে আহত হলেন তিনজন।
গতকাল দুপুরে লন্ডন ব্রিজে দুষ্কৃতীর ছুরির ঘায়ে আহত হন বেশ কয়েকজন। আর তার কয়েক ঘণ্টা পরেই হেগ-এ অজ্ঞাতপরিচয় হামলাকারীর ছুরিতে আহত হলেন তিন যুবক। ক্রিসমাসের আগে একই দিনে জোড়া হামলার ঘটনায় ইউরোপে আতঙ্কের ছায়া। গতকাল সন্ধে পৌনে আটটা নাগাদ হেগ-এর মার্কেট স্কোয়ারে ছিল ব্ল্যাক ফ্রাইডে সেলের কেনাকাটার ভিড়। সেখানেই ছুরি নিয়ে হামলা চালায় মধ্যবয়সী দুষ্কৃতী। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌছয় পুলিস। ঘিরে ফেলা হয় এলাকা।
আরও পড়ুন- আর্টিজান জঙ্গি হামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশ আদালত, বেকসুর খালাস এক
কিন্তু আততায়ীর সন্ধান পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, হামলাকারীর পরনে ছিল ছাইরঙা ট্রাকস্যুট আর কালো জ্যাকেট। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীর খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস।