আজ 'নতুন দিগন্তে' পৃথিবীকে প্রেম পত্র পাঠাবে প্লুটো

মহাবিশ্বে ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে মানব সভ্যতা। সৌরজগতের শেষ সীমা প্লুটোর পাশ দিয়ে উড়ে যাবে নাসার মহাকাশযান নিউ হরাইজন। ভারতীয় সময় আজ বিকেল সাড়ে পাঁচটায় প্লুটোর সবচেয়ে কাছাকাছি পৌছবে স্পেসক্র্যাফ্টটি।

Updated By: Jul 14, 2015, 10:15 PM IST
আজ 'নতুন দিগন্তে' পৃথিবীকে প্রেম পত্র পাঠাবে প্লুটো

ব্যুরো: মহাবিশ্বে ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে মানব সভ্যতা। সৌরজগতের শেষ সীমা প্লুটোর পাশ দিয়ে উড়ে যাবে নাসার মহাকাশযান নিউ হরাইজন। ভারতীয় সময় আজ বিকেল সাড়ে পাঁচটায় প্লুটোর সবচেয়ে কাছাকাছি পৌছবে স্পেসক্র্যাফ্টটি।

সেই সুযোগে বামন গ্রহের উপরতলের ছবি তুলবে নাসার চালকবিহীন মহাকাশ যান। পরে সেই ছবি পৌছবে পৃথিবীতে। ব্রহ্মাণ্ডের দিগন্তে পৌছনোর উদ্দেশে সাতশো বিলিয়ন ডলার খরচে নিউ হরাইজন প্রকল্প শুরু করে নাসা। অনির্দিষ্টের উদ্দেশে পাড়ি দেওয়া মহাকাশযানটি শিগগিরই পেরিয়ে যাবে সৌরজগতের সীমা। তবে সাফল্যের পাশাপাশি বিপদের আশঙ্কাও থাকছে। প্লুটোর চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষে ধাক্কা গেলে ক্ষতিগ্রস্ত হতে পারে যানটি।

.