নায়াগ্রার আলোকসজ্জায় ভারতীয় পতাকার রঙ-আভাস, করোনায় পাশে থাকার বার্তা

ধন্যবাদ জানান ভারতের মুগ্ধ নেটিজেনরা।

Updated By: May 2, 2021, 12:23 PM IST
নায়াগ্রার আলোকসজ্জায় ভারতীয় পতাকার রঙ-আভাস, করোনায় পাশে থাকার বার্তা

নিজস্ব প্রতিবেদন: এভাবেও হয়? হ্যাঁ, হওয়ারই তো কথা। আলো দিয়েই তো অন্ধকার ঘোচে। ভারতের আকাশে পুঞ্জীভূত করোনার অন্ধকারে সহমর্মিতার আলো জ্বেলে পাশে দাঁড়াল আমেরিকা। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের বিধ্বস্ত ভারত (India)। বেলাগাম করোনায় (Covid-19 pandemic) সংক্রমণ এবং মৃত্যু। এই পরিস্থিতিতে ভারতের প্রতি সহমর্মিতা ও সংহতি (display of solidarity with India’s fight) প্রকাশ করে ভারতীয় তেরঙ্গায় রঙিন হয়ে উঠল নায়াগ্রা জলপ্রপাত। আমেরিকা এবং কানাডার সীমান্তর্তী নায়াগ্রা জলপ্রপাত (Niagara Falls) শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারতীয় তেরঙ্গায় (saffron, white and green)আলোকিত হল।

আরও পড়ুন: 'গোটা ভারতে কয়েক সপ্তাহের লকডাউন', পরামর্শ বাইডেনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টার

নায়াগ্রা জলপ্রপাতের কানাডীয় অংশের পর্যটনের দায়িত্বে নায়াগ্রা পার্কস। বিষয়টি সামনে আনে তারাই। জানানো হয়, কোভিড প্রকোপে এই মুহূর্তে সংক্রমণ এবং মৃত্যু ঊর্ধ্বমুখী ভারতে। এই পরিস্থিতিতে ভারতের প্রতি সংহতি জানিয়ে এই বিপর্যয় কাটিয়ে বেরিয়ে আসার আশা প্রকাশ করল তারা।

এ ভাবে পাশে থাকার বার্তা দেওয়ায় নায়াগ্রা পর্যটনের দায়িত্বে থাকা ওই সংস্থাকে ধন্যবাদও জানান ভারতের মুগ্ধ নেটিজেনরা (Netizen)।

আরও পড়ুন: Covid 19: ভারত থেকে ভ্রমণে বিধিনিষেধ জারি আমেরিকার, ছাড় নাগরিকদের

.