জলে অ্যালার্জি, তাই ১২ বছর স্নান করেননি নিকি
জলই জীবন। জল ছাড়া আবার মানুষ বাঁচে নাকি! কিন্তু জল (জলে না ডুবে)মানুষের মৃত্যুর কারণ হয় শুনেছেন কখনও!
ওয়েব ডেস্ক: জলই জীবন। জল ছাড়া আবার মানুষ বাঁচে নাকি! কিন্তু জল (জলে না ডুবে)মানুষের মৃত্যুর কারণ হয় শুনেছেন কখনও!
তেমনই অবাক করা এক বাস্তব নিকি হার্স্টের জীবনে। নিকি থাকেন ইংল্যান্ডে। জাতিতে ব্রিটিশ। গত ১২ বছর ধরে স্নান করা হয়নি তাঁর। কারণ, জল সহ্য হয় না নিকির। গায়ে, মানে ত্বকে এক ফোঁটা জল লাগলেই ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন নিকি। তাই গত ১২ বছর ধরে ডাক্তাররা তাঁকে বিশেষ শুশ্রুষা করছেন।
নারী যখন, তখন বাড়ির কাজও তো তাঁকে কিছু করতে হয়। যাতে জল হাতে লাগার সম্ভবনা। কিন্তু সেই ধরনের কাজগুলো করার সময় যাতে হাতে জল না লাগে সেইজন্য হাতে গ্লাভস পরে নেন নিকি।
৫০ লক্ষ মানুষের মধ্যে এমন ঘটনা, কেবল একজনের হতে পারে, ডাক্তাররা এমনটাই বলছেন। জল পান করাটাও বিপজ্জনক হয়ে গিয়েছে নিকির। বেশিরভাগ সময়ই ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে জল দেওয়া হয়।
প্রতি মাসে নিকির রক্তের প্লাজমা বদলাতে হয়। না, গোটা ইংল্যান্ডে আর একজনের ক্ষেত্রেও এমনটা করতে হয় না।
তাহলে কি নিকি সুস্থ হবেনই না! ডাক্তাররা বলছেন, না সুস্থ হবেন না। কিন্তু এরকমভাবেই নিয়মিত চিকিত্সা করে যেতে থাকলে, বাঁচতে অসুবিধা নেই তাঁর।