১৭হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে নোকিয়া
নোকিয়া সিমেন্স নেটওয়র্ক সারা বিশ্বে ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই টেলিফোন যন্ত্রাংশ বিক্রয়কারী সংস্থা আপাতত লোকসানে চলছে বলে দাবি করেছে। উৎপাদন ব্যয় এবং সংস্থা পরিচালনার বার্ষিক খরচের ওপর রাশ টানতেই এই সিদ্ধান্ত বলে সংস্থার তরফ থেকে জানান হয়েছে।
নোকিয়া সিমেন্স নেটওয়র্ক সারা বিশ্বে ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই টেলিফোন যন্ত্রাংশ বিক্রয়কারী সংস্থা আপাতত লোকসানে চলছে বলে দাবি করছে এই কোম্পানি। উৎপাদন ব্যয় এবং সংস্থা পরিচালনার বার্ষিক খরচের ওপর রাশ টানতেই এই সিদ্ধান্ত বলে সংস্থার তরফ থেকে জানান হয়েছে। ২০১৩ সালের মধ্যে এই সংস্থা পরিচালনার বার্ষিক খরচ ১০০ কোটি ইউরো (প্রায় ১৩০ কোটি ডলার) কমাতে চলেছে। এই ছাঁটাইয়ের ফলে সংস্থার মোট শ্রমশক্তির ২২ শতাংশ কর্মী কাজ হারাবেন। বার্ষিক আর্থিক রিপোর্ট অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে মোট ৭৫ হাজার কর্মী নিয়োগ করেছে নোকিয়া সিমেন্স নেটওয়র্ক। গত বছর কর্মী পিছু ২লক্ষ ৫৪হাজার মার্কিন ডলার আয় করেছে সংস্থাটি, যা তাদের নিকটতম প্রতিযোগী এরিকসন-এর থেকে ১৭ শতাংশ কম। সংস্থা সূত্রে আরও জানা গেছে, নোকিয়া আগামী দিনে মোবাইল ব্রডব্যান্ড সহ অন্যান্য পরিষেবায় বিনিয়োগ বাড়াবে। কোম্পানির সিইও রাজিব সুরি জানিয়েছেন, `সংস্থাকে বাজারে লাভজনক পর্যায় নিয়ে যাওয়ার জন্য সেই সমস্ত সিদ্ধান্ত কার্যকরি করা হবে যা টেলিকম্যুনিকেশনের কঠিন প্রতিযোগিতার বাজারে দীর্ঘস্থায়ী ফল দেবে।`