Imran Khan: সরকার বাঁচাতে 'কালা জাদু' করছেন ইমরান! পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

আস্থাভোটের আগে বড় ধাক্কা খেলেন ইমরান খান (Prime Minister of Pakistan Imran Khan)

Updated By: Mar 29, 2022, 08:13 PM IST
Imran Khan: সরকার বাঁচাতে 'কালা জাদু' করছেন ইমরান! পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: আস্থাভোটের আগে বড় ধাক্কা খেলেন ইমরান খান (Prime Minister of Pakistan Imran Khan)। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গ ছাড়লেন দুই নেতা। 

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, Pakistan Muslim League (Nawaz)-এ যোগ দেওয়ার জন্য ইমরান খান (Prime Minister of Pakistan Imran Khan) সঙ্গ ছেড়েছেন পাল্টামেন্টরি সেক্রেটারি আসিম নাজির। সম্ভবত পাক সরকার থেকে সমর্থন ফিরিয়ে নিতে চলেছেন বালোচিস্তানের আসলাম ভুটানিও। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, Pakistan People's Party-র নেতা আসিফ আলি জরদারির সঙ্গে তিনি দেখা করায় এই সম্ভাবনা প্রবল হয়েছে। 

সরকার বাঁচাতে ইমরান খান নাকি বাসভবনে 'কালা জাদু' করছেন। সম্প্রতি এমনই অভিযোগ করেছেন PML-N-এর প্রেসিডেন্ট শেহবাজ শরিফ (PML-N)। কটাক্ষের সুরে এক সংবাদমাদ্যমকে তিনি জানান, সরকার বাঁচাতে সম্প্রতি পাক প্রধানমন্ত্রীর বাসভবনে কয়েকটন মুরগি জ্বালানো হয়েছে। কেবল শেহবাজ নন, সম্প্রতি একই অভিয়োগ করেছেন মারিয়াম নওয়াজও (Maryam Nawaz)।   

পাক পার্লামেন্টের নিম্নকক্ষে প্রধানমন্ত্রী ইমরান খানের (Prime Minister of Pakistan Imran Khan) বিরুদ্ধে অনাস্থা পেশ হয়েছে। ইমরানের বিরুদ্ধে সংসদে ওই অনাস্থা পেশ করেন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। ১৬১ সদস্যের পাক সংসদের নিম্নকক্ষে ভোটাভুটি হবে। তবে তার আগে ৩১ মার্চ সংসদ শুরু হলে এনিয়ে আগে বিতর্কে অংশ নেবেন সাংসদরা। তার সাত দিনের মধ্যে এনিয়ে ভোট নেওয়া হবে। তবে পাক রাজনীতিতে কানাঘুষো রয়েছে, ভোটাভুটির আগেই ইস্তফা দিতে পারেন ইমরান খান।

আরও পড়ুন: Corona Lockdown: উহানের আতঙ্ক ফিরল সাংহাইয়ে, মানুষজনকে বাড়ি থেকে বেরতে নিষেধ করল প্রশাসন

আরও পড়ুন: Russia-UKraine War: যুদ্ধ শেষের ইঙ্গিত! উত্তর ইউক্রেনে আক্রমণের ঝাঁজ কম করতে চায় রাশিয়া

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.