কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আর যুদ্ধ নয়: গিলানি
কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে আর যুদ্ধ করা সম্ভব নয় পাকিস্তানের পক্ষে। এমনটাই বক্তব্য পাক প্রধানমন্ত্রীর। পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, ``আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও সতর্ক নীতির মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। ২১ শতকে দাঁড়িয়ে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নেই পাকিস্তানের।``
কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে আর যুদ্ধ করা সম্ভব নয় পাকিস্তানের পক্ষে। এমনটাই বক্তব্য পাক প্রধানমন্ত্রীর। রবিবার পাকিস্তানে `কাশ্মীর সংহতি দিবস`-এ বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, ``আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও সতর্ক নীতির মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। ২১ শতকে দাঁড়িয়ে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা নেই পাকিস্তানের।``
কাশ্মীর নিয়ে ইতিমধ্যেই ৪টি যুদ্ধ হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। কাশ্মীর উপত্যকা এখনও ভারত-পাক দ্বিপাক্ষিক সমস্যার অন্যতম বিষয়। কাশ্মীরকে পাকিস্তানের বিদেশনীতির একটি অন্যতম বিষয় আখ্যা দিয়ে গিলানি বলেন, ``কাশ্মীরবাসীকে নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দেওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সব রাজনৈতিক দল-সহ গোটা দেশ কাশ্মীরের জন্য ঐক্যবদ্ধ।`` পাকিস্তান একটি দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ হিসেবে দায়িত্বশীল নীতিই অনুসরণ করবে বলেও জানান তিনি।
পাকিস্তানে গণতান্ত্রিক সরকারের পক্ষে সওয়াল করে এদিন পাক প্রধানমন্ত্রীর বক্তব্য, কোনও একজন ব্যক্তির পাকিস্তানের নীতি নির্ধারণ করা উচিত নয়। দেশের নীতি নির্ধারণ করবে জাতীয় সংহতি ও জনগণের নির্বাচিত প্রতিনিধি। রবিবার পাকিস্তান জুড়েই পালিত হয়েছে `কাশ্মীর সংহতি দিবস`। ১৯৯০ সাল থেকেই এই দিনটিতে জাতীয় ছুটি ঘোষণা করা হয় পাকিস্তানে। পাক অধ্যুষিত কাশ্মীরের রাস্তায় পদযাত্রা ও বিভিন্ন মসজিদে বিশেষ নমাজের ব্যবস্থা করা হয়।