সিগন্যাল ব্যবস্থার ভুলে পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, হত ১৭
পাকিস্তানের করাচি শহরে মারাত্মক ট্রেন দুর্ঘটনা। সিগন্যাল ব্যবস্থার ভুলে করাচিতে দুটি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহত হলেন। আহত কমপক্ষে ৪৫ জন। এখনও দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের তলায় বহু লোকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
![সিগন্যাল ব্যবস্থার ভুলে পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, হত ১৭ সিগন্যাল ব্যবস্থার ভুলে পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা, হত ১৭](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/03/69581-rai.jpg)
ওয়েব ডেস্ক: পাকিস্তানের করাচি শহরে মারাত্মক ট্রেন দুর্ঘটনা। সিগন্যাল ব্যবস্থার ভুলে করাচিতে দুটি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহত হলেন। আহত কমপক্ষে ৪৫ জন। এখনও দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের তলায় বহু লোকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। আহতদের জিন্না, আব্বাসি শাহিদ হাসপাতালে চিকিত্সা চলছে।
আরও পড়ুন- পৃথিবীর 'একমাত্র ধর্ষিতা', যিনি ফ্যাশন রানওয়েতে হাঁটলেন
গদ্দাফি শহরের লান্ধি এলাকায় ফরিদ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় জাকারিয়া এক্সপ্রেসের। দুর্ঘটনায় জাকারিয়া এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে সম্পূর্ণ ভেঙে যায়। উদ্ধারকার্য শুরু হতেও দেরী হয় বলে অভিযোগ।
ক মাস আগেই করাচিতে আরও একটা বড় ট্রেন দুর্ঘটনা ঘটে।