পাকিস্তানি সেনার প্রথম শিখ অফিসারের বিয়ে, ভাইরাল ভিডিও
তিনিই নাকি পাকিস্তানি সেনা বাহিনীর প্রথম শিখ অফিসার। নাম-মেজর হরচরণ সিং। আর এবার তিনি-ই উঠে এলেন খবরের শিরোনামে। ভাইরাল হল পাক সেনা বাহিনীর প্রথম শিখ অফিসারের বিয়ের ভিডিও।
নিজস্ব প্রতিবেদন : তিনিই নাকি পাকিস্তানি সেনা বাহিনীর প্রথম শিখ অফিসার। নাম-মেজর হরচরণ সিং। আর এবার তিনি-ই উঠে এলেন খবরের শিরোনামে। ভাইরাল হল পাক সেনা বাহিনীর প্রথম শিখ অফিসারের বিয়ের ভিডিও।
আরও পড়ুন : গুজরাটে চলছে শেষ দফার ভোট, নজর গোটা দেশের
রিপোর্টে প্রকাশ, গত রবিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গুরুদ্বারা পাঞ্জা সাহিবে সাতপাকে বাঁধা পড়েন মেজর হরচরণ সিং। শিখ সেনা অফিসারের বিয়ের পর তাঁকে শুভেচ্ছা জানান পাক জওয়ানরা।
পাকিস্তানি সেনা বাহিনীর মুখপাত্র মেজর গেনারেল আসিফ গফুর বলেন, পাকিস্তানি সেনা বাহিনী যে সমস্ত ধর্মের মানুষের উপর সমান শ্রদ্ধাশীল, তা আরও একবার সামনে এল। পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে যে কোনও বিভেদমূলক আচরণ করা হয় না, তা আরও একবার প্রমাণিত হল বলেও দাবি করা হয় সে দেশের সেনা বাহিনীর তরফে।
দেখুন সেই ভিডিও..
Congrats to Maj Harcharn Singh, Sikh officer of Pak Army on his wedding. COAS conveys message of felicitation to the couple. (1 of 2) pic.twitter.com/w0DAdN1dhZ
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) December 3, 2017
Pak Army is symbol of national integration and Pakistanis respect rights of our religious minorities. (2 of 2) pic.twitter.com/u5j0LsfTqX
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) December 3, 2017
প্রসঙ্গত, ২০০৭ সালে পাক সেনা বাহিনীতে জোর দেন হরচরণ সিং।