Pakisan: দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান, বিদেশে বিক্রি হবে সরকারি সংস্থার শেয়ার

মন্ত্রিসভাকে জানান হয়েছে, এই আইন বিদেশি বিনিয়োগকারীদের আস্থা দেবে এবং উন্নয়নের চুক্তিতে G2G ভিত্তিতে বিদেশি বিনিয়োগ বাড়াতেও সাহায্য করবে। মন্ত্রী তার ভাষণে আইএমএফের সঙ্গে অতীতে করা কাজের কথাও বলেন। তিনি বলেন যে সরকার কয়েক সপ্তাহের মধ্যে আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে কারণ এরফলে জনগণের অসুবিধা হচ্ছে।

Updated By: Jul 28, 2022, 06:42 PM IST
Pakisan: দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান, বিদেশে বিক্রি হবে সরকারি সংস্থার শেয়ার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের অর্থনৈতিক সংকট কোনও নতুন বিষয় নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পর্যন্ত দেশকে সঠিক ফিরিয়ে আনতে পারেননি। বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। পাকিস্তান নগদ অর্থের সংকটের সম্মুখীন এবং সেখানে মুদ্রাস্ফীতি বাড়ছে প্রতিদিন। এখন এর থেকে পরিত্রাণ পেতে প্রতিবেশী দেশটি তাদের সরকারি সংস্থা বিক্রির পরিকল্পনা করেছে। পাকিস্তান সরকার তাঁর বন্ধু দেশগুলির সরকারের কাছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার শেয়ার বিক্রি করতে সম্মত হয়েছে। এর জন্য দেশের আইন সংশোধন করা হবে বলেও জানানো হয়েছে যাতে আইএমএফের ৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধের জন্য পদক্ষেপ নেওয়া যায়।

বুধবার দেশের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্নেন্স (এসওই) বিষয়ক এক সেমিনারে বক্তৃতা দেওয়ার সময় এই ঘোষণা করেন। অর্থমন্ত্রী আরও বলেন, কয়েক সপ্তাহের মধ্যে আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং এর মাধ্যমে চলতি অর্থবর্ষে আইএমএফ-এর ঋণের ঘাটতি পূরণ করা হবে।

একইসঙ্গে তিনি আরও জানান, কোম্পানিগুলোর শেয়ার এই শর্তে বিক্রি করা হবে জাতে পরবর্তীকালে পাকিস্তান সেগুলো ফের কিনে নিতে পারে। ডন পত্রিকার খবরে বলা হয়েছে, মন্ত্রী আরও জানিয়েছেন যে আগস্টে আইএমএফ থেকে সহজেই প্রথম কিস্তি পাওয়া যাবে।

পাকিস্তানের মন্ত্রিসভা কোম্পানি বিক্রির পথ পরিষ্কার করতে আন্তঃসরকারি বাণিজ্যিক লেনদেন আইন ২০২২ অনুমোদন করেছে। মন্ত্রী, জানিয়েছেন এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ কারণ বর্তমান বেসরকারীকরণ আইন সরকার-টু-সরকার (G2G) ভিত্তিতে এই ধরনের বাণিজ্যিক লেনদেনের অনুমতি দেয় না। মন্ত্রিসভার বৈঠকের পরে একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে যে মন্ত্রিসভা আইন ও বিচার মন্ত্রক কর্তৃক প্রবর্তিত বাণিজ্যিক লেনদেন আইন ২০২২ অনুমোদন করেছে এবং এটি সংসদের প্রাসঙ্গিক স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Debris from China Space: চিনা রকেটের ধ্বংসাবশেষ ধেয়ে আসছে পৃথিবীতে, আছড়ে পড়বে ভারতেও!

মন্ত্রিসভাকে জানান হয়েছে, এই আইন বিদেশি বিনিয়োগকারীদের আস্থা দেবে এবং উন্নয়নের চুক্তিতে G2G ভিত্তিতে বিদেশি বিনিয়োগ বাড়াতেও সাহায্য করবে। মন্ত্রী তার ভাষণে আইএমএফের সঙ্গে অতীতে করা কাজের কথাও বলেন। তিনি বলেন যে সরকার কয়েক সপ্তাহের মধ্যে আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে কারণ এরফলে জনগণের অসুবিধা হচ্ছে।

ইসমাইল বলেন, তারা এইসব কোম্পানির খুব কম পরিমাণ শেয়ার বিক্রি করছি। তিনি আরও জানিয়েছেন বেশির ভাগ শেয়ার তাদের কাছেই থাকবে এবং শেয়ার বাই ব্যাক অপশনে বিক্রি করা হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.