জেইএম জঙ্গিগোষ্ঠীর সাহায্যে জম্মু-কাশ্মীরে হামলার পরিকল্পনা করছে পাকিস্তান আইএসআই
লাগাতার সীমান্তচুক্তি লঙ্ঘনের মাঝেই আবার নতুন বিতর্ক অস্বস্তি বাড়াল ভারত-পাক দুই দেশেরই। মঙ্গলবার প্রকাশিত একটি খবর অনুযায়ী, পাকিস্তানের ইন্টালিজেন্স সার্ভিস অর্থাত্ আইএসআইয়ের মদতে আবার মাথা তুলছে জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মহম্মদ। এই জঙ্গিগোষ্ঠীই ২০০১ সালে ভারতে সংসদ হামলা ঘটিয়েছিল।
ওয়েব ডেস্ক: লাগাতার সীমান্তচুক্তি লঙ্ঘনের মাঝেই আবার নতুন বিতর্ক অস্বস্তি বাড়াল ভারত-পাক দুই দেশেরই। মঙ্গলবার প্রকাশিত একটি খবর অনুযায়ী, পাকিস্তানের ইন্টালিজেন্স সার্ভিস অর্থাত্ আইএসআইয়ের মদতে আবার মাথা তুলছে জঙ্গিগোষ্ঠী জৈশ-ই-মহম্মদ। এই জঙ্গিগোষ্ঠীই ২০০১ সালে ভারতে সংসদ হামলা ঘটিয়েছিল।
ভারতের ফরেন ইন্টালিজেন্স এজেন্সি, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইঙ্গ বা র সূত্রে খবর, জৈশ-ই-মহম্মদের সাহায্যে জম্মু ও কাশ্মীরে হামলার পরিকল্পনা করছে আইএসআই। এর আগে পাকিস্তানে বিভিন্ন জঙ্গি হামলার কারণে পাক এজেন্সির রোষানলে ছিল জেইএম।
২০০২ সালে নিষিদ্ধ হলেও পাকিস্তানে বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপে নিযুক্ত ছিল জেইএম।