পাকিস্তানে বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা সাংবাদিক আফতাব আলম
পাকিস্তানে বন্দুকবাজের হামলায় নিহত সাংবাদিক আফতাব আলম। ৪২ বছর বয়সী আফতাব আলম দীর্ঘ দিন ধরেই সাংবাদিকতার পেশায় নিযুক্ত ছিলেন। পাকিস্তানের বহুল প্রচলিত সংবাদ মাধ্যম জিও নিউজ অ্যান্ড সাম্মা টিভিতে কর্মরত ছিলেন আফতাব আলম।
ওয়েব ডেস্ক: পাকিস্তানে বন্দুকবাজের হামলায় নিহত সাংবাদিক আফতাব আলম। ৪২ বছর বয়সী আফতাব আলম দীর্ঘ দিন ধরেই সাংবাদিকতার পেশায় নিযুক্ত ছিলেন। পাকিস্তানের বহুল প্রচলিত সংবাদ মাধ্যম জিও নিউজ অ্যান্ড সাম্মা টিভিতে কর্মরত ছিলেন আফতাব আলম।
বুধবার নিজের বাচ্চাদের বাড়িতে রেখে ফিরছিলেন আফতাব। নিজের বাড়ির কাছেই প্রকাশ্য রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি করে দুই দুষ্কৃতি। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটর বাইকে চেপে এসেছিল আততায়ীরা।
হঠাৎ বন্দুক বার করে আফতাবের দিকে তাক করে ওই দুই দুষ্কৃতি। তারপর সেকেন্ডের মধ্যেই পরপর গুলি। আফতাবের বুকে, মাথায়, গলায় গুল লাগে। সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন আফতাব। এরপর আফতাব আলমকে আব্বাসি শহিদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আততায়ী দুজনের কারোর পরিচয়ই এখনও পর্যন্ত জানা যায়নি।