শরিফ 'লাদেনের বন্ধু', ওয়াশিংটনে হেনস্থার মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
ওয়াশিংটনের ইনস্টিটউট অফ পিস-এ ভাষণ দেওয়ার সময় হেনস্থার মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর ভাষণের মাঝে হঠাত্ই উঠে দাঁড়ান এক প্রতিবাদী। 'বালুচিস্তানের মুক্তি চাই, শরিফ বিন লাদেনের বন্ধু' ভাষণের মাঝেই শ্লোগান দেন ওই প্রতিবাদী। তুলে ধরেন একটি পোস্টারও। এর জেরে কিছুক্ষণের জন্য ভাষণ থামিয়ে দিতে বাধ্য হন পাক প্রধানমন্ত্রী। এরপরেই ওই প্রতিবাদীকে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। পরে অবশ্য তাঁর বক্তৃতা শুরু করেন শরিফ। ভাষণে তিনি বলেন, সামরিক ক্ষমতা বাড়িয়েই চলেছে ভারত। তাকে প্রতিহত করতে যথাযথ ব্যবস্থা নেবে পাকিস্তান।
ওয়েব ডেস্ক: ওয়াশিংটনের ইনস্টিটউট অফ পিস-এ ভাষণ দেওয়ার সময় হেনস্থার মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর ভাষণের মাঝে হঠাত্ই উঠে দাঁড়ান এক প্রতিবাদী। 'বালুচিস্তানের মুক্তি চাই, শরিফ বিন লাদেনের বন্ধু' ভাষণের মাঝেই শ্লোগান দেন ওই প্রতিবাদী। তুলে ধরেন একটি পোস্টারও। এর জেরে কিছুক্ষণের জন্য ভাষণ থামিয়ে দিতে বাধ্য হন পাক প্রধানমন্ত্রী। এরপরেই ওই প্রতিবাদীকে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। পরে অবশ্য তাঁর বক্তৃতা শুরু করেন শরিফ। ভাষণে তিনি বলেন, সামরিক ক্ষমতা বাড়িয়েই চলেছে ভারত। তাকে প্রতিহত করতে যথাযথ ব্যবস্থা নেবে পাকিস্তান।