২৬/১১-র ষড়যন্ত্রীদের ভারতকে প্রত্যর্পণের ভাবনা জরদারির

মুম্বই-সন্ত্রাসে জড়িতদের ভারতের হাতে তুলে দেওয়ার ভাবনাচিন্তা করেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জরদারি। 

Updated By: Nov 18, 2011, 04:09 PM IST

মুম্বই-সন্ত্রাসে জড়িতদের ভারতের হাতে তুলে দেওয়ার ভাবনাচিন্তা করেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জরদারি। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সামরিক অভ্যুত্থানের আতঙ্কে এতটাই ভীত হয়ে পড়েছিলেন জরদারি যে, ওয়াশিংটনের ইচ্ছা মতো নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতেও রাজি ছিলেন তিনি। এবং ছাব্বিশ-এগারোর ষড়যন্ত্রকারীদের ভারতের হাতে তুলে দেওয়ারও ভাবনাচিন্তা করছিলেন। এমনকী, যে সব সন্ত্রাসবাদী পাক-গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে ছিল, তাদেরও নয়াদিল্লির হাতে তুলে দিতে সংশয় ছিল না তাঁর। গত মাসে ফিনানশিয়াল টাইমসে প্রকাশিত এক সম্পাদকীয়তে এই দাবি করেন পাক-মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ। তিনি লেখেন, তাঁরই মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেনকে একটি গোপন বার্তা পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট জরদারি। ইজাজ জানিয়েছেন, ওই গোপন বার্তার খসড়া তৈরি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক-রাষ্ট্রদূত হুসেন হাক্কানি। কিন্তু হাক্কানি এই অভিযোগ অস্বীকার করে এই ইস্যুতেই জরদারির কাছে নিজের পদত্যাগ জমা দিয়েছেন। অন্যদিকে, ওই বার্তা সম্পর্কে মুলেনের প্রাক্তন মুখপাত্র ক্যাপ্টেন জন কারবি কাল পেন্টাগনের সাংবাদিকদের বলেন, মুলেনের সঙ্গে জেনারেল কায়ানি বা পাকিস্তানের সম্পর্কে কোনো ভাবেই ওই বার্তা প্রভাব ফেলেনি। এমনকী, তিনি ওই বার্তায় তখন বিশ্বাসও করতে চাননি। পরেও তাঁর ভাবনায় কোনো অদলবদল হয়নি। কারও সঙ্গে তিনি এ নিয়ে কথাও বলেননি মুলেন।

.