লাদেনের খবর সিআইকে জানিয়েছিলেন পাক গোয়েন্দা অফিসার, দাবি মার্কিন সাংবাদিকের

Updated By: May 11, 2015, 08:42 PM IST
লাদেনের খবর সিআইকে জানিয়েছিলেন পাক গোয়েন্দা অফিসার, দাবি মার্কিন সাংবাদিকের

ওসামা বিন লাদেনের হদিশ সিআইএকে জানিয়ে দিয়েছিলেন একজন প্রাক্তন পাক গোয়েন্দা অফিসার। বিনিময়ে তাঁকে দেওয়া হয়েছিল ২ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার। চাঞ্চল্যকর এই দাবি করেছেন বিশিষ্ট সাংবাদিক সেমুর মাইরন হার্শ। লন্ডনের একটি ওয়েবসাইটে খবরটি প্রকাশিত হওয়ার পরই চাঞ্চল্য ছড়িয়েছে।  

অ্যাবোটাবাদের অপারেশন নিয়ে মার্কিন সরকারের দাবি মিথ্যা বলেও অভিযোগ করেছেন হার্শ। তিনি দাবি করেছেন, মার্কিন সেনা অ্যাবোটাবাদে অভিযান  চালানোর অনেক আগেই আইএসআই ও পাক সেনাকর্তারা জানতেন যে, ওই জায়গায় লুকিয়ে রয়েছেন লাদেন। তাঁর দাবি, খবরটা জানতেন পাক সেনাপ্রধান আসফাক পারভেজ কায়ানি, পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ডিরেক্টর সুজা পাশা এবং অবসরপ্রাপ্ত পাক জেনারেল আসাদ দুরানি।  হার্শের দাবি, ইসলামাবাদের মার্কিন দূতাবাসে গিয়ে লাদেনের খবর সিআইএ কর্তা জোনাথান ব্যাঙ্ককে জানিয়ে দেন এক প্রাক্তন পাক গোয়েন্দা অফিসার। তবে সেই অফিসারের নাম উল্লেখ করেননি তিনি।

 

.