মার্কিন রোষ থেকে বাঁচতে মোক্ষম রাস্তা নিচ্ছে পাক জঙ্গি সংগঠনগুলি

Updated By: Sep 1, 2017, 11:58 AM IST
মার্কিন রোষ থেকে বাঁচতে মোক্ষম রাস্তা নিচ্ছে পাক জঙ্গি সংগঠনগুলি

ওয়েব ডেস্ক: মার্কিন রোষ থেকে বাঁচতে নতুন রাস্তা নিচ্ছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলি। নিজেদের পরিচয় গোপন করতে রাতারাতি তারা রাজনৈতিক দল খুলে ফেলছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই পাকিস্তানের ওপরে ক্রমাগত চাপ দিয়ে আসছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের একটাই দাবি, দেশের জঙ্গিদের থামাও তা না হলে আর্থিক সাহা‌য্য বন্ধ হয়ে ‌যাবে। ওই হুমকিতেই কাজ হয়েছে। সপ্তাহখানেক আগেই জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সইদ নতুন রাজনৈতিক দল তৈরি করেছে। এবার সেই রাস্তায় নামল আরও অন্যান্য দল।

পাকিস্তানের জঙ্গি মহলে বিশেষ পরিচিত ফজলুর রহমান খলিল। এবার খলিলও একটা নতুন রাজনৈতিক দল খুলছে। এই প্রবণতায় চাপ তৈরি হচ্ছে ভারতীয় গোয়েন্দাদের মধ্যে। কয়েকদিন আগেই খলিল সংবাদ মাধ্যমে জানিয়েছিল, তার তার নতুন দলের নাম হবে ‘ইসলা-ই-ওয়াতন’। হাফিজ সইদ তৈরি করেছে তার নতুন দল মুসলিম মিল্লি লিগ।

কাশ্মীরে বিশেষ জঙ্গি সংগঠন হরকত-উল-মুজাহিদিন তৈরির করে বেশ জনপ্রিয় খলিল। ২০১৪ সালে খলিলকে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করে মর্কিন প্রশাসন। হরকত উল জিহাদি ইসলামি তৈরির পেছনেও ভূমিকা থিল এই খলিলের।

আরও পড়ুন-প্রভুকে সরিয়ে রেলে গড়করি!  জেনে নিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হতে পারেন কারা

.