মোদীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত পাকিস্তান? দেখুন ভিডিও

Updated By: Oct 3, 2017, 06:55 PM IST
মোদীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত পাকিস্তান? দেখুন ভিডিও

ওয়েব ডেস্ক : দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছ ভারত অভিযানের প্রচার করতে এবার একফ্রেমে আসছেন সচিন, অক্ষয়, অনুষ্কাও। কিন্তু, প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছ ভারত অভিযান থেকে অনুপ্রাণিত পাকিস্তানও?

অবাক লাগছে শুনতে? কিন্তু, সম্প্রতি সোশ্যাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের নাগরিক এক মহিলা উঠোন পরিষ্কার করছেন। ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন, দু’চাকার একটি গাড়ির উপর বসে উঠার পরিষ্কার করছেন ওই মহিলা।

ওই মহিলার পরনে পাকিস্তানের ট্র্যাডিশোনাল পোশাক ফিরান। আর ওই পোশাক পরে বেশ খোশ মেজাজেই উঠোন পরিষ্কার করছেন তিনি। ২৬ সেকেন্ডের যে ভিডিও ক্লিপে ওই মহিলাকে দেখা যাচ্ছে, তা প্রকাশিত হওয়ার পর পরই ভাইরাল হয়ে যায়।

আর ওই ভিডিও দেখে নেটিজেনদের একাংশের মন্তব্য, ভারতে যেভাবে স্বচ্ছ ভারত অভিযান চলছে, সেই প্রকল্পে অনুপ্রাণিত হয়েই ওই পাক নাগরিক স্কুটারে বসে ঝাটা হাতে নিয়েছেন।

দেখুন সেই ভিডিও.. 

 

.