ইজরায়েলি সেনার গুলিতে গাজায় মৃত ২, নিরপেক্ষ কমিশন গড়ার দাবি ফিলিস্তিনের

শুক্রবার ইজরায়েলি সেনার গুলিতে ২ জন ফিলিস্তিনি মারা গিয়েছে বলে খবর। এর মধ্যে ১৫ বছরে এক কিশোর রয়েছে। আহত হয়েছেন একশোর বেশি

Updated By: Apr 22, 2018, 11:35 AM IST
ইজরায়েলি সেনার গুলিতে গাজায় মৃত ২, নিরপেক্ষ কমিশন গড়ার দাবি ফিলিস্তিনের

নিজস্ব প্রতিবেদন: ইজরায়েলি সেনার নির্বিচারে গুলি চালনাকে নিন্দা করে নিরাপত্তা কাউন্সিলকে নিরপেক্ষ কমিশন গড়ার আর্জি জানালেন রাষ্ট্রসংঘে ফিলিস্তিনি দূত।

আরও পড়ুন- ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ মিথ্যে বলে দাবি ইসলামাবাদের

শুক্রবার ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে ইজরায়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরবে ফিলিস্তিনি প্রশাসন। একই সঙ্গে সেই সব অভিযোগের তদন্তের জন্য নিরপেক্ষ কমিশন তৈরি করার আবেদনও করা হবে বলে জানিয়েছেন রিয়াদ।

আরও পড়ুন- কাঠমান্ডুর বিমানবন্দরে ওড়ার মুহূর্তে পিছলে গেল বিমান

প্রসঙ্গত, গাজা সীমান্তে ইজরায়েলি সেনার সামনে প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছেন ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীরা সীমান্তের বেড়া অতিক্রম করলে কিংবা সেখানে টায়ার জ্বালিয়ে দৃশ্যমানতা কমালেই নির্বিচারে গুলি চালাচ্ছে ইজরায়েলি সেনা বলে অভিযোগ হামাসের। এখনও পর্যন্ত ইজরায়েলি সেনার গুলিতে গত এক মাসে ৩৯ জন মারা গিয়েছে বলে দাবি ফিলিস্তিনের।

আরও পড়ুন- পরমাণু অস্ত্র পরীক্ষার পথে আর হাঁটবেন না কিম

শুক্রবার ইজরায়েলি সেনার গুলিতে ২ জন ফিলিস্তিনি মারা গিয়েছে বলে খবর। এর মধ্যে ১৫ বছরে এক কিশোর রয়েছে। আহত হয়েছেন একশোর বেশি। এ দিন নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবিতে প্রায় হাজার খানেক ফিলিস্তিনি জমায়েত হয়েছিলেন গাজা সীমান্তে।

আরও পড়ুন- বর্জ্যে বজ্রআঁটুনি বেজিংয়ের, কপালে ভাঁজ পড়েছে ব্রিটেন-আমেরিকার

.