ইজরায়লি হানায় গাজায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল
ইজরায়লি হানায় গাজায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল। সোমবার শেষ পাওয়া খবর অনুযায়ী গাজায় স্বাস্থ্য দফতরের থেকে জানানো হয়েছে ইজরায়লি হানায় মারা গেছেন ৫০৮ জন প্যালেস্তাইনি। অন্যদিকে হামাসের আক্রমণে প্রাণ হারিয়েছে ১৮ জন সেনা সহ ২০ জন ইজরায়লি। গাজার শেজাইয়া, মাঘাজি অঞ্চলে বোমারু বিমান হামলা চালাচ্ছে ইজরায়েল। শেজাইয়াতেই রবিবার প্রাণ হারিয়েছেন ৬০ জন সাধারণ মানুষ।
গাজা: ইজরায়লি হানায় গাজায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল। সোমবার শেষ পাওয়া খবর অনুযায়ী গাজায় স্বাস্থ্য দফতরের থেকে জানানো হয়েছে ইজরায়লি হানায় মারা গেছেন ৫০৮ জন প্যালেস্তাইনি। অন্যদিকে হামাসের আক্রমণে প্রাণ হারিয়েছে ১৮ জন সেনা সহ ২০ জন ইজরায়লি। গাজার শেজাইয়া, মাঘাজি অঞ্চলে বোমারু বিমান হামলা চালাচ্ছে ইজরায়েল। শেজাইয়াতেই রবিবার প্রাণ হারিয়েছেন ৬০ জন সাধারণ মানুষ।
রাষ্ট্রসঙ্ঘের তরফে যুদ্ধ বিরতির আবেদন জানানো হয়েছে। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু জানিয়েছেন তাঁরা আক্রমণের পথ থেকে এখনই সরে আসছেন না।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী ৮৩,৬৫৬ জন প্যালেস্তাইনি গৃহহীন হয়ে পড়েছেন। এই সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গাজার ঘন বসতি পূর্ণ শহর অঞ্চলে ইজরায়েলের ক্রমাগত আক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।