রক্তেভেজা প্যারিস- বিশ্বজুড়ে শোক, কাল ইউরোপজুড়ে শোকদিবস পালনের ডাক

প্যারিসে হামলায় ঘটনায় বিশ্বজুড়ে শোক। সোমবার ইউরোপজুড়ে শোকদিবস পালনের ডাক। গতকাল সন্ধ্যায় হামলাকারীদের টার্গেট হওয়া বিভিন্ন লোকেশনে মোমবাতি জ্বালিয়ে স্মরণসভায় সমবেত হন বহু মানুষ। আইফেল টাওয়ার ছিল  নিষ্প্রদীপ।  সহমর্মিতা জানাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফ্রান্সের পতাকার রঙের আলোয় মুড়ে ফেলা হয়। নানা দেশের বিভিন্ন ঐতিহাসিক সৌধ একইভাবে হয়ে ওঠে সহমর্মিতার প্রতীক।

Updated By: Nov 15, 2015, 10:01 AM IST
রক্তেভেজা প্যারিস- বিশ্বজুড়ে শোক, কাল ইউরোপজুড়ে শোকদিবস পালনের ডাক

ওয়েব ডেস্ক: প্যারিসে হামলায় ঘটনায় বিশ্বজুড়ে শোক। সোমবার ইউরোপজুড়ে শোকদিবস পালনের ডাক। গতকাল সন্ধ্যায় হামলাকারীদের টার্গেট হওয়া বিভিন্ন লোকেশনে মোমবাতি জ্বালিয়ে স্মরণসভায় সমবেত হন বহু মানুষ। আইফেল টাওয়ার ছিল  নিষ্প্রদীপ।  সহমর্মিতা জানাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফ্রান্সের পতাকার রঙের আলোয় মুড়ে ফেলা হয়। নানা দেশের বিভিন্ন ঐতিহাসিক সৌধ একইভাবে হয়ে ওঠে সহমর্মিতার প্রতীক।

প্যারিসে হামলার ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজন গ্রেফতার।ব্রাসেলসে তাদের গ্রেফতার করা হয় বলে বেলজিয়ামের আইনমন্ত্রী জানিয়েছেন। হামলাবাজদের হদিস করতে ফ্রান্সেও লাগাতার অভিযান চালাচ্ছে পুলিস। এদিকে প্যারিসে হামলার জেরে বিশ্বজুড়ে আতঙ্ক চরমে। হুমকি টুইটের জেরে গতকাল আমস্টারডামে ফ্রান্সমুখী একটি বিমানকে জরুরি অবতরণ করানো হয়।  সশস্ত্র এক ফরাসি নাগরিক ধরা পড়ার পর ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে বেশ কিছুক্ষণ উড়ান বন্ধ রাখা হয়।

প্যারিসে আইসিসের হামলায়  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৯। ছটি গুরুত্বপূর্ণ লোকেশনে গ্রেনেড, গুলি ও আত্মঘাতী বিস্ফোরণে জখম সাড়ে তিনশোরও বেশি। আহতদের মধ্যে নিরানব্বই জনের অবস্থা আশঙ্কাজনক।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের আশঙ্কা।

.