পাঠানকোটকাণ্ডে ভারতের পাশে ফ্রান্স, ইসলামাবাদকে আন্তরিক হওয়ার পরামর্শ ফ্রাঁসোয়া ওলাঁদের

পাঠানকোটকাণ্ডে ভারতের পাশে দাঁড়ালেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে। দোষীদের বিরুদ্ধে পাকিস্তান যাতে কড়া ব্যবস্থা নেয়, সেজন্য ইসলামাবাদকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিলেন তিনি। বললেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ভারতের দাবি যথেষ্ট যুক্তিসংগত। ভারত সফরে আসার আগে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাকারে এমনই মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। সাতষট্টিতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে। দুমাস আগে প্যারিসহানার পরেই আইসিস মোকাবিলায় জোর দেয় ফ্রান্স। লাগাতার বিমান হানার জেরে এখন আইসিস টার্গেটে ফ্রাসোয়া ওলাঁদ। ভারত সফরে যাতে কোনও অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। চণ্ডীগড়ে হাই অল্যার্ট জারি করা হয়েছে।

Updated By: Jan 24, 2016, 12:55 PM IST
পাঠানকোটকাণ্ডে ভারতের পাশে ফ্রান্স, ইসলামাবাদকে আন্তরিক হওয়ার পরামর্শ ফ্রাঁসোয়া ওলাঁদের

ওয়েব ডেস্ক: পাঠানকোটকাণ্ডে ভারতের পাশে দাঁড়ালেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে। দোষীদের বিরুদ্ধে পাকিস্তান যাতে কড়া ব্যবস্থা নেয়, সেজন্য ইসলামাবাদকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিলেন তিনি। বললেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ভারতের দাবি যথেষ্ট যুক্তিসংগত। ভারত সফরে আসার আগে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাকারে এমনই মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। সাতষট্টিতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে। দুমাস আগে প্যারিসহানার পরেই আইসিস মোকাবিলায় জোর দেয় ফ্রান্স। লাগাতার বিমান হানার জেরে এখন আইসিস টার্গেটে ফ্রাসোয়া ওলাঁদ। ভারত সফরে যাতে কোনও অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। চণ্ডীগড়ে হাই অল্যার্ট জারি করা হয়েছে।

.