ন্যাটো হামলার নতুন তথ্য আনল পেন্টাগন
সামরিক অভিযানের জেরেই ন্যাটো হামলায় ২৪ পাক সৈনিকের মৃত্যু হয়েছিল। এমনই প্রতিক্রিয়া জানিয়েছে পেন্টাগন। তাদের দাবি, ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন।
সামরিক অভিযানের জেরেই ন্যাটো হামলায় ২৪ পাক সৈনিকের মৃত্যু হয়েছিল। এমনই প্রতিক্রিয়া জানিয়েছে পেন্টাগন। তাদের দাবি, ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন। যদিও ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই তদন্ত প্রক্রিয়ায় কোনওভাবেই সহায়তা করবে না তারা। আফগানিস্তান এই তদন্তের কাজে এগিয়ে এসেছে। অন্যদিকে ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসদমনের ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত প্রাসঙ্গিক। পাক-আফগান সীমান্তে ন্যাটো শিবিরে পাকিস্তান যাতে রসদ সরবরাহ ফের চালু করে, সে ব্যাপারেও উদ্যোগ শুরু করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়ে পাক সেনাপ্রধান জেনারেল কিয়ানি বলেন, আত্মরক্ষার প্রয়োজনে যেকোনও সময় পাক-আফগান সীমান্তে পাল্টা গুলি চালানোর অধিকার রয়েছে ইসলামাবাদের। এদিকে আজই পাক-আফগান সীমান্তের বাফার অঞ্চলে তাদের সেনাকে যেতে আপাতত নিষেধ করেছে ন্যাটো।