কুলভূষণ যাদবের 'অবিলম্বে ফাঁসি' চেয়ে আবেদন পাক সুপ্রিম কোর্টে

কুলভূষণ যাদব ইস্যুতে নয়া মোড়। যে মুহূর্তে ICJ-তে নিজেকে 'ডিফেন্ড' করতে ব্যর্থ হবেন কুলভূষণ, সেই মুহূর্তে তাঁকে ফাঁসি দেওয়া হোক। এই মর্মে একটি আবেদন জমা পড়েছে পাক সুপ্রিম কোর্টে।

Updated By: May 28, 2017, 02:02 PM IST
কুলভূষণ যাদবের 'অবিলম্বে ফাঁসি' চেয়ে আবেদন পাক সুপ্রিম কোর্টে

ওয়েব ডেস্ক : কুলভূষণ যাদব ইস্যুতে নয়া মোড়। যে মুহূর্তে ICJ-তে নিজেকে 'ডিফেন্ড' করতে ব্যর্থ হবেন কুলভূষণ, সেই মুহূর্তে তাঁকে ফাঁসি দেওয়া হোক। এই মর্মে একটি আবেদন জমা পড়েছে পাক সুপ্রিম কোর্টে।

পাক শীর্ষ আদালতে আবদেনটি দাখিল করেছেন মুজামিল আলির পক্ষে প্রাক্তন সেনেট চেয়ারম্যান তথা আইনজীবী ফারুখ নায়েক। আবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরীণ আইনের উপর আন্তর্জাতিক আদালতের কোনও হাত নেই। আর তাই আন্তর্জাতিক আদালতের রায়ে কুলভূষণ যাদব দোষী সাব্যস্ত হলে, 'অবিলম্বে ফাঁসি' দেওয়া হোক তাঁকে।

পাকিস্তানের দাবি, ২০১৬ সালে বালোচিস্তান থেকে গ্রেফতার করা হয় কুলভুষণকে। ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাস ছড়ানোর কাজে যুক্ত ছিলেন যাদব। যদিও পাকিস্তানের এই দাবি বারবারই খারিজ করে দিয়েছে ভারত। ১৮ মে আন্তর্জাতিক আদালত কুলভূষণের ফাঁসির নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে।

আরও পড়ুন, চিনকে আটকাতে ৩০,০০০ টন ইস্পাত দিয়ে তৈরি হল ভারতের দীর্ঘতম ব্রিজ

.