WATCH | Plane Crash: মাঝ আকাশেই বিপত্তি, ভেঙে পড়ল বিমান! এক ভারতীয় সহ ২০ জনের মৃত্যু...

Plane Crash in South Sudan: মাঝ আকাশেই যান্ত্রিক গোলযোগ। রানওয়ে থেকে ৫০০ মিটার দূরেই ভেঙে পড়ল বিমান। 

Updated By: Jan 30, 2025, 01:24 PM IST
WATCH |  Plane Crash: মাঝ আকাশেই বিপত্তি, ভেঙে পড়ল বিমান! এক ভারতীয় সহ ২০ জনের মৃত্যু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও এক ভয়ংকর বিমান দুর্ঘটনা। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল বিমান। এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে আফ্রিকার দক্ষিণ সুদানে বিমানঘাঁটিতে। জানা গিয়েছে, একটি যাত্রীবাহী বিমান এই দুর্ঘটনার কবলে পড়ল। এরফলে এক ভারতীয়-সহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, মোট ২১ জন ছিলেন ওই বিমানে। এক জন বাদে সকলেই নিহত হয়েছেন।  

ইউনিটি প্রদেশের একটি তৈলক্ষেত্রের রানওয়ে থেকে রাজধানী জুবার উদ্দেশে ওড়ার পরেই বিমানটি ভেঙে পড়ে। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দক্ষিণ সুদানের সরকার জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলটও মারা গিয়েছেন। যাত্রীরা সকলেই একই তৈলক্ষেত্রের কর্মী। যাঁদের মধ্যে রয়েছেন দু'জন চিনা এবং একজন ভারতীয় বাকিরা সকলেই সুদানি। দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি তৈলক্ষেত্রের সুদানি ইঞ্জিনিয়ার।

আরও পড়ুন: আকাশে আগুনের গোলা! বিমান-হেলিকপ্টারে মুখোমুখি সংঘর্ষে মৃত বহু, রইল দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো...

প্রসঙ্গত, রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে একটি বিমান অবতরণের সময় হেলিকপ্টারের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুটি উড়ান-ই বিমানবন্দর লাগোয়ো পোটোম্যাক নদীতে গিয়ে পড়ে। জানা গিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে মোট ৬৪ জন যাত্রী ও ক্রু মেম্বার ছিলেন। তাঁদের কেউ-ই আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে কয়েকজন মার্কিন সেনা ছিলেন বলে জানা যাচ্ছে৷ দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা বন্ধ রয়েছে। উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালে জুবা থেকে ইরোল শহরগামী একটি যাত্রীবাহী বিমান ভেঙে ১৯ জন মারা গিয়েছিলেন। ২০১৫ সালে জুবার বিমানবন্দর থেকে ওড়ার পর ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল তাতে পাইলট ও কর্মীদের মৃত্যু হয়েছিল।

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.