বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে ভারত, বরদাস্ত নয় সন্ত্রাসবাদ: প্রধানমন্ত্রী

এ দিন মোদী তুলে ধরেন, ১৩০ কোটির ভারত কীভাবে উন্নয়নশীল দেশ হিসাবে এগিয়ে চলেছে। শুধু একা নয় সবাইকে নিয়ে এগিয়ে চলছে নতুন ভারত

Updated By: Sep 27, 2019, 08:58 PM IST
বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে ভারত, বরদাস্ত নয় সন্ত্রাসবাদ: প্রধানমন্ত্রী
ছবি- এএনআই

নিজস্ব প্রতিবেদন: বিকাশ, শান্তি আর একতা- এই কথা গুলোই রাষ্টসঙ্ঘের মঞ্চে বারংবার উচ্চারিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদকে কড়া হাতে দমন করার কথা বলেছেন, কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান সম্পর্কে একটা শব্দ খরচ করলেন মোদী। উল্টে তাঁর বার্তা, বিশ্বকে যুদ্ধ দেয়নি, বুদ্ধ দিয়েছে ভারত। অর্থাত্ ভারত যে শান্তির পথেই চলতে বিশ্বাস করে এ কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি। সেখানে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই।

এ দিন মোদী তুলে ধরেন, ১৩০ কোটির ভারত কীভাবে উন্নয়নশীল দেশ হিসাবে এগিয়ে চলেছে। শুধু একা নয় সবাইকে নিয়ে এগিয়ে চলছে নতুন ভারত। তবে, সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্নে কখনও বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মোদী বলেন, সন্ত্রাসবাদ শুধু একটি দেশের কাছে চ্যালেঞ্জ নয়, গোটা মানবজাতি, বিশ্ব সঙ্কটে। সবাইকে একজোট হয়ে সন্ত্রাসের মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন- চিনে মুসলিমদের উপর অত্যাচার নিয়ে ইমরান চুপ কেন? প্রশ্ন তুলল আমেরিকা

জম্মু-কাশ্মীরে ৩৭০ প্রত্যাহারের পর পাকিস্তান আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করতে যে প্রচেষ্টা চালিয়েছে, তার জন্য কোনও বাক্য ব্যয় করেননি প্রধানমন্ত্রী। তার বদলে ভারতীয় দর্শন শোনালেন গোটা বিশ্বের কাছে। বলেন, এই বিশ্বকে যুদ্ধ দেয়নি, বুদ্ধ দিয়েছে ভারত। অর্থাত্ শান্তির পথ দেখিয়েছে ভারতই। মহাত্মা গান্ধী প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী। শেষে বিবেকানন্দের বাণী দিয়ে তাঁর বক্তৃতা শেষ করেন প্রধানমন্ত্রী। বলেন, স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বকে একতা এবং শান্তি বার্তা শুনিয়ে গেছেন এই মার্কিন মুলুক থেকেই। ভারত তাঁর দেখানো পথেই আজও হাঁটছে...

.