ওবামার সঙ্গে ৭০ মিনিট বৈঠক মোদীর

সিলিকন ভ্যালিতে ঝড় তোলার পর এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। এক ঘণ্টা দশ মিনিটের মত কথা হয় দুই দেশের রাষ্ট্রপ্রধানের। এক বছরে এই নিয়ে মোট পাঁচবার মোদী-ওবামার বৈঠক হল।

Updated By: Sep 28, 2015, 10:19 PM IST
ওবামার সঙ্গে ৭০ মিনিট বৈঠক মোদীর

ওয়েব ডেস্ক: সিলিকন ভ্যালিতে ঝড় তোলার পর এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। এক ঘণ্টা দশ মিনিটের মত কথা হয় দুই দেশের রাষ্ট্রপ্রধানের। এক বছরে এই নিয়ে মোট পাঁচবার মোদী-ওবামার বৈঠক হল।

স্যান হোসে অনাবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখার পর নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও  ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্র্যাঁসোয়া অঁল্যার সঙ্গেও আলাদাভাবে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন মোদী। তবে এই মুহূর্তে গোটা বিশ্বের নজর মোদী-ওবামা বৈঠকের দিকে। গত দেড় বছরের মধ্যে এটা মোদী-ওবামার তৃতীয় সাক্ষাত্‍। এই বৈঠকে সামরিক ও ব্যবসায়িক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।আজ বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রসংঘেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

.