এই মুহূর্তে বিশ্বের নিরাপদতম ব্যক্তি নরেন্দ্র মোদী

এই মুহূর্তে বিশ্বের নিরাপদতম মানুষটির নাম প্রধানমন্ত্রী মোদী। কারণ, বিশ্বের নিরাপদতম স্থানে ঘাঁটি গেড়েছেন তিনি। না, না, কোনও জঙ্গি হুমকি নেই তাঁর উপর। এই মুহূর্তে ইজরায়েল সফররত মোদীকে রাখার জন্য (থাক এবং খাওয়া) 'কিং ডেভিড' হোটেলের বিশেষ সুইটের ব্যবস্থা করেছে নেতানিয়াহু সরকার। 'টাইমস অফ ইন্ডিয়া' সূত্রে খবর, 'কিং ডেভিড' যে বিশেষ সুইটটিতে মোদী রয়েছেন সেটিই নাকি দুনিয়ার সবচেয়ে নিরাপদ স্থান। কারণ, বোমা বিস্ফোরণ বা গোলাগুলি কোনও কিছুই নাকি সামান্যতম ক্ষতিই করতে পারবে না ভারতের প্রধানমন্ত্রীর বর্তমান বাসস্থানকে। এমনকি এই কক্ষের প্রাচীর নাকি ফুত্কারে উড়িয়ে দিতে পারে রাসায়নিক হামলার রক্তচক্ষুকেও। হোটেল সূত্রের খবর, ১১০ ঘরের 'কিং ডেভিড'-এর হেঁশেলে মোদীর জন্য তৈরি হচ্ছে খাঁটি গুজরাটি খাবার। এছাড়া বিশেষ কুকিজও তৈরি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর জন্য যাতে নেই ডিম ও চিনি।

Updated By: Jul 5, 2017, 04:40 PM IST
এই মুহূর্তে বিশ্বের নিরাপদতম ব্যক্তি নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের নিরাপদতম মানুষটির নাম প্রধানমন্ত্রী মোদী। কারণ, বিশ্বের নিরাপদতম স্থানে ঘাঁটি গেড়েছেন তিনি। না, না, কোনও জঙ্গি হুমকি নেই তাঁর উপর। এই মুহূর্তে ইজরায়েল সফররত মোদীকে রাখার জন্য (থাক এবং খাওয়া) 'কিং ডেভিড' হোটেলের বিশেষ সুইটের ব্যবস্থা করেছে নেতানিয়াহু সরকার। 'টাইমস অফ ইন্ডিয়া' সূত্রে খবর, 'কিং ডেভিড' যে বিশেষ সুইটটিতে মোদী রয়েছেন সেটিই নাকি দুনিয়ার সবচেয়ে নিরাপদ স্থান। কারণ, বোমা বিস্ফোরণ বা গোলাগুলি কোনও কিছুই নাকি সামান্যতম ক্ষতিই করতে পারবে না ভারতের প্রধানমন্ত্রীর বর্তমান বাসস্থানকে। এমনকি এই কক্ষের প্রাচীর নাকি ফুত্কারে উড়িয়ে দিতে পারে রাসায়নিক হামলার রক্তচক্ষুকেও। হোটেল সূত্রের খবর, ১১০ ঘরের 'কিং ডেভিড'-এর হেঁশেলে মোদীর জন্য তৈরি হচ্ছে খাঁটি গুজরাটি খাবার। এছাড়া বিশেষ কুকিজও তৈরি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর জন্য যাতে নেই ডিম ও চিনি।

.