নিজস্ব প্রতিবেদন: রোমের শহর পম্পেই বরাবরই আশ্চর্য করে চলেছে মানবসভ্যতাকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি ইতালির (Italy) পুরাতত্ত্ববিদেরা (Archaeologists) প্রাচীন রোমান শহর এই পম্পেই (ancient Roman city of Pompeii)-এর ধ্বংসস্তূপ থেকে একটি রথ (ceremonial chariot) আবিষ্কার  করেছেন।


পম্পেই (Pompeii) AD79-য়ে Mount Vesuvius-এর এক ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতের (engulfed by a volcanic eruption) শিকার হয়েছিল।


আরও পড়ুন: সিরিয়ায় বোমাবর্ষণ আমেরিকার


সেখানে যে-রথটি পাওয়া গিয়েছে, সেটি সুন্দর দেখতে। বেশ অদ্ভুতও। রথটিতে লোহা (iron components) আছে, রয়েছে সুন্দর bronze এবং tin-এর সজ্জা। রয়েছে rope এবং  ফুলের নকশাদারি (floral decoration)। গবেষকদের ধারণা, মূলত উৎসব, শোভাযাত্রা, পদযাত্রার মতো অনুষ্ঠানে এই ধরনের রথের ব্যবহার হত। নববধূকে নিয়ে যাওয়ার জন্যও এই ধরনের রথ ব্যবহৃত হত বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন: রক্তাক্ত মায়ানমার; সেনা বিরোধী জনতার বিক্ষোভে গুলি, হত ১৮