নিজস্ব প্রতিবেদন: করোনার ধাক্কায় দেশের অর্থনীতির অবস্থা তলানিতে। বেকারি লাগামছাড়া। সঙ্গে তৈরি হচ্ছিল শাসক জোটে সমস্যা।

এরকম এক পরিস্থিতিতে পদ থেকে ইস্তফা দিলেন ইটালির প্রধানমন্ত্রী Giuseppe Conte। সেনেটে(Senet) নিজের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় শেষ পর্যন্ত সরে যেতে হল তাঁকে।

আরও পড়ুন-Rajib-কে ফোন TMC শীর্ষ নেতার, সমস্যা সমাধানে চাইলেন ৩ মাস সময়

মঙ্গলবার দেশের প্রেসিডেন্ট Sergio Mattarella কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন গুইসেপ্পো কন্তে। ফলে দেশে তৈরি হল এক বড়সড় রাজনৈতিক সমস্যা। বল এখন প্রেসিডেন্টের কোটে।

২০১৯ সালে থেকে ইটালিতে(Italy)ক্ষমতায় রয়েছে কন্তের নেতৃত্বে জোট। কিন্তু গত মাসে সেই জোট থেকে সমর্থন তুলে নেন প্রাক্তণ প্রধানমন্ত্রী মোতেও রেনজির দল। তাতেই সংকটে পড়ে যান কন্তে। তবে শেষপর্যন্ত তাঁকে সরতেই হল।

আরও পড়ুন-BJP দশটা মারলে আমরা বিশটা মারব : আব্বাস সিদ্দিকী

এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, ফের শক্তিশালী কোনও জোট করে ক্ষমতায় আসতে পারেন কন্তে।

English Title: 
Priminister of Italy Giuseppe Conte resigns in hope of forming strong Govt
News Source: 
Home Title: 

Covid-র ধাক্কায় বেহাল অর্থনীতি-জোটে সঙ্কট, ইস্তফা ইটালির প্রধানমন্ত্রী Conte-র

Covid-র ধাক্কায় বেহাল অর্থনীতি-জোটে সঙ্কট, ইস্তফা ইটালির প্রধানমন্ত্রী Conte-র
Yes
Is Blog?: 
No