তুষাড় ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, কানাডা এখনও ডুবে অন্ধকারে

তুষার ঝড়ে এখনও বিধ্বস্ত আমেরিকা, কানাডার বিস্তীর্ণ অঞ্চল। পাঁচ লক্ষেরও বেশি বাড়িতে বিদ্যুত্ নেই। অন্ধকারে ডুবে রয়েছে টরেন্টো, মিশিগানের মতো শহর। শনিবারের আগে পরিস্থিতি উন্নতির কোনও সম্ভাবনা দেখাতে পারেনি প্রশাসন। প্রচন্ড বৃষ্টিতে ব্রিটেনেরও বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল তুষাড় ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুত্ সংযোগ।

Updated By: Dec 26, 2013, 11:56 PM IST

তুষার ঝড়ে এখনও বিধ্বস্ত আমেরিকা, কানাডার বিস্তীর্ণ অঞ্চল। পাঁচ লক্ষেরও বেশি বাড়িতে বিদ্যুত্ নেই। অন্ধকারে ডুবে রয়েছে টরেন্টো, মিশিগানের মতো শহর। শনিবারের আগে পরিস্থিতি উন্নতির কোনও সম্ভাবনা দেখাতে পারেনি প্রশাসন। প্রচন্ড বৃষ্টিতে ব্রিটেনেরও বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল তুষাড় ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুত্ সংযোগ।

কানাডার টরেন্টোতেই অন্ধকারে দিন কাটাচ্ছেন বাহাত্তর হাজার মানুষ। বিপর্যস্ত আমেরিকার মিশিগানের জনজীবন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে শনিবার পর্যন্ত সময় লেগে যাবে।

প্রচন্ড বৃষ্টিতে বিপর্যস্ত ব্রিটেনের জন জীবনও। প্রচন্ড ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে প্লাবিত দক্ষিণ ও মধ্য ইংল্যান্ড। ঝড়ের কারণে ক্রিসমাসের দিন প্রায় পঞ্চাশ হাজার বাড়ি বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

.