প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, কম্পনের মাত্রা ৭.২
২০১৭ সালের ভূমিকম্পের স্মৃতি এখন টাটকা মেক্সিকো মানুষের মনে। তার মধ্যে এদিনের ভূমিকম্পে নতুন করে আতঙ্ক ছড়াল।
নিজস্ব প্রতিবেদন : প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ মেক্সিকো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট, ভূমিকম্পের উত্সস্থল প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী শহর ওয়াক্সাকা। মেক্সিকো প্রশাসন সূত্রে খবর, প্রবল কম্পনের ফলে বেশ কয়েকটি ভবনের ক্ষতি হলেও এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই।
২০১৭ সালের ভূমিকম্পের স্মৃতি এখন টাটকা মেক্সিকো মানুষের মনে। তার মধ্যে এদিনের ভূমিকম্পে নতুন করে আতঙ্ক ছড়াল।
আরও পড়ুন- অবসাদেই কি অনর্থ? ফ্লোরিডা হত্যাকাণ্ডে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা
বাসিন্দারা জানিয়েছেন, দিনের ব্যস্ত সময়ে হঠাত্ই কাঁপতে শুরু করে ওয়াক্সাকা, মেক্সিকো সহ বিস্তীর্ণ এলাকা। প্রায় এক মিনিট স্থায়ী হয় কম্পন। তীব্র কম্পনের ফলে উঁচু ভবন থেকে ইট, পলেস্তরা খসে পড়তে থাকে বলে জানিয়েছেন আতঙ্কিত বাসান্দিরা।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে কম্পন অনুভূত হয়েছে দক্ষিণে গুয়েতেমালাতেও।