মাঝ-আকাশের দুর্ঘটনার কবলে পড়েছে হেলিকপ্টার। নিখোঁজ ইরানের প্রসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। খোঁজ মিলছে না তাঁদের সঙ্গীদেরও!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মাঝ-আকাশের দুর্ঘটনার কবলে পড়েছে হেলিকপ্টার। নিখোঁজ ইরানের প্রসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। খোঁজ মিলছে না তাঁদের সঙ্গীদেরও!
আরও পড়ুন: Transsexuality As 'Mental Disorder': সমপ্রেম মানসিক রোগ! সরকারি ঘোষণায় দেশজুড়ে তুলকালাম...
ঘটনাটি ঠিক কী? প্রবল বৃষ্টি, সঙ্গে আবার ঘন কুয়াশা। দৃশ্যমানতা এতটাই কম যে, পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না। আজ, রবিবার ইরানের
পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে ঘটে যায় হেলিকপ্টার দুর্ঘটনা। ওই হেলিকপ্টারের ছিলেন প্রসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান-সহ আরও বেশ কয়েকজন। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি কারও।
এদিকে খারাপ আবহাওয়ার কারণে ব্য়াহত হচ্ছে উদ্ধারকাজ। ইরানে সরকারি সংবাদমাধ্য়ম জানিয়েছে, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি পার্বত্য অঞ্চল এবং বনজঙ্গলে ঘেরা। ঘটনাস্থলের উদ্দেশে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে সেই হেলিকপ্টার গন্তব্য়ে পৌঁছাতে পারেনি।
ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে ইরানে সরকারি সংবাদমাধ্যম। তাতে দেখা গেছে, উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে ছিলেন, সেই হেলিকপ্টারটিকে এখনও শনাক্ত করা যায়নি, জানিয়েছেন সাংসদ আহমদ আলী রেজা বেইগি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
BRN
(20 ov) 207/2
|
VS |
GER
161/8(20 ov)
|
Bahrain beat Germany by 46 runs | ||
Full Scorecard → |
TAN
(20 ov) 192/4
|
VS |
MAW
120/7(20 ov)
|
Tanzania beat Malawi by 72 runs | ||
Full Scorecard → |
MAW
(20 ov) 144/8
|
VS |
GER
145/5(16.4 ov)
|
Germany beat Malawi by 5 wickets | ||
Full Scorecard → |