সাদা তিমির বিরল বাচ্চা প্রসব করার দৃশ্য ক্যামেরাবন্দি হল
এ এক বিরল দৃশ্য। মধ্য চিনের চাঙসা আন্ডারওয়াটারে ৮ বছর বয়সী এক সাদা তিমি বাচ্ছা প্রসব করল। প্রায় পাঁচ ঘন্টা প্রসব যন্ত্রণা সহ্য করে ফুটফুটে সাদা তিমি শাবক প্রসব করে জুহ ইয়া।
ওয়েব ডেস্ক: এ এক বিরল দৃশ্য। মধ্য চিনের চাঙসা আন্ডারওয়াটারে ৮ বছর বয়সী এক সাদা তিমি বাচ্ছা প্রসব করল। প্রায় পাঁচ ঘন্টা প্রসব যন্ত্রণা সহ্য করে ফুটফুটে সাদা তিমি শাবক প্রসব করে জুহ ইয়া।
জুহ ইয়া নামের এই সাদা তিমি ১৫ মাস ধরে গর্ভবতী ছিল। বুধবার সকাল থেকে অদ্ভুত আচরণ করতে থাকে জুহ। সকাল ৮ থেকে শুরু হয় জুহুর সন্তানকে ভূমিষ্ঠ করার কাজে। শেষ অবধি অনেক চেষ্টার পর দুপুর ১.১৪ জন্ম নেয় ফুটফুটে সাদা তিমি শাবক। প্রসব হতেই শাবক সাঁতার কাটতে শুরু করে। জলের উপরিস্তরে এসে প্রথম শ্বাস নেয় জুহর সন্তান।
ভিডিও দেখুন
২০১০ রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছিল এই বেলুগা তিমিকে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুবছর জুহকে দর্শকদের জন্য তাকে সবার সামনে আনা হবে না। সত্যি তার এখন অনেক বড় দায়িত্ব। সন্তান পালনের জন্য বলতে পারেন 'ম্যাটার্নিটি লিভ' পেল জুহ।