ধর্মদ্রোহিতার অভিযোগে আজও জামিন পেল না ১৪ বছরের রিমশা

আজও জামিন পেল না পাকিস্তানে ধর্মদ্রোহিতার অপরাধে ধৃত রিমশা মাসিহ। শুক্রবারেই তার বিষয়টি খতিয়ে দেখতে শুনানি সোমবার পর্যন্ত স্থগিত রেখেছিলেন বিচারক। সোমবার আবার সেই রায় দান চার দিন পিছিয়ে গেল। আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। অন্যদিকে, শনিবারই প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে ইমাম খালিদ জাদুনকে গ্রেফতার করে পুলিস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনিই নাকি কোরানের ছেঁড়া পাতা ঢুকিয়ে দিয়েছিলেন রিমশার ব্যাগে।

Updated By: Sep 3, 2012, 06:33 PM IST

আজও জামিন পেল না পাকিস্তানে ধর্মদ্রোহিতার অপরাধে ধৃত রিমশা মাসিহ। শুক্রবারেই তার বিষয়টি খতিয়ে দেখতে শুনানি সোমবার পর্যন্ত স্থগিত রেখেছিলেন বিচারক। সোমবার আবার সেই রায় দান চার দিন পিছিয়ে গেল। আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। অন্যদিকে, শনিবারই প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে ইমাম খালিদ জাদুনকে গ্রেফতার করে পুলিস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনিই নাকি কোরানের ছেঁড়া পাতা ঢুকিয়ে দিয়েছিলেন রিমশার ব্যাগে।
ঘটনার সূত্রপাত খুশির ইদের দিন। অভিযোগ, ছোটদের জন্য রচিত একটি ধর্মগ্রন্থের অবমাননা করে খ্রীষ্টান ধর্মাবলম্বী রিমশা মাসিহ। সেই অপরাধেই জেলে যেতে হয় রিমশাকে। 
গরিব পরিবারের মেয়ে রিমশা। চিকিত্সকরা জানিয়েছেন তার বয়স ১৪-র আশপাশে। দুরারোগ্য `ক্রোমোজোমাল` ব্যাধি `ডাউন সিন্ড্রোমে` আক্রান্ত সে। তার জন্য বিশেষ রক্ষণাবেক্ষণের প্রয়োজন। তা সত্ত্বেও এই মেয়েটিকেই ধর্মদ্রোহিতার অভিযোগে দিন কাটাতে হচ্ছে কারাগারে। দীর্ঘদিন ধরেই নানা মত রয়েছে পাকিস্তানের ধর্মদ্রোহিতা রোধ আইন নিয়ে। আর এই জায়গাতেই সরব  মানবাধিকার সংগঠনগুলি। ডাইন সিন্ড্রোমে আক্রান্ত এই নাবালিকাকেও রেহাই দেওয়া হচ্ছে না কেন সেই প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে। শনিবার রিমশার জামিনের জন্য আদালতের দ্বারস্থ হন তার মা।
তবে ৭ তারিখ মুক্তি পেলেও পুরোনো ভিটেয় ফেরা রিমশা বা তার পরিবারের পক্ষে যে অত সহজ হবে না তা একরকম পরিষ্কার। কারণ অতীতে বারেবারেই দেখা গেছে, ধর্মদ্রোহিতা রোধ আইনে অভিযুক্ত ব্যক্তি আইনের হাত থেকে রেহাই পেলেও, সমাজের কট্টরপন্থীদের হাত থেকে বাঁচতে পারেন না।
পাকিস্তানে ধর্মদ্রোহিতা রোধ আইনে নির্মম পরিণতির ইদানীং কালের অন্যতম উদাহরণ আসিয়া বিবি। আদালতে ধর্মদ্রোহিতার জন্য প্রাণদণ্ডের সাজা দেওয়া হয় আসিয়া বিবিকে। আদালতের এই রায় নিয়ে শোরগোল শুরু হওয়ায় তাঁর সঙ্গে দেখা করতে যান পাঞ্জাবের গভর্নর সলমন তাশির। ধর্মদ্রোহিতা আইনের সংশোধন উচিত বলে মন্তব্য করেন তিনি। আর তারপরেই নিজের দেহরক্ষীর হাতে প্রাণ দিতে হয় পঞ্জাবের গভর্নর সলমন তাশিরকে। এর কিছুদিন পরেই একই কারণে প্রাণ যায় পাকিস্তানের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টির।
রিমশাকে নিয়ে তাই চিন্তা থাকছেই। পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের উপদেষ্টা এবং শাহবাজ ভাট্টির ভাই পল ভাট্টি যদিও আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার পরামর্শ দিয়েছেন। রিমশার ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেছেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও।
রিমশা কাণ্ডে ফের প্রশ্নের মুখে পাকিস্তানের ধর্মদ্রোহিতা রোধ আইন। ধর্মদ্রোহিতা পাকিস্তানে আইনত দণ্ডনীয়। ইসলাম ধর্মের অবমাননায় এদেশে প্রাণদণ্ড পর্যন্ত হতে পারে। রিমশা মাসিহ কাণ্ডে পাকিস্তান জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। কতটা উদার মানসিকতা পোষণ করে পাক প্রশাসন, রিমশা মাসিহ কাণ্ডে ফের একবার প্রশ্ন উঠল তা নিয়ে।

.