রিও কার্নিভেলের ১০ দিক, না জানলে অন্ধকারেই থেকে যাবেন!

রমরমিয়ে চলছে রিও কার্নিভেল। কিন্তু রিও কার্নিভেল সম্পর্কে বিশেষ কিছু জানা নেই অনেকেরই। এক ঝলকে এই তথ্যগুলো জেনে নিন। ভালোই লাগবে।

Updated By: Feb 8, 2016, 04:34 PM IST
রিও কার্নিভেলের ১০ দিক, না জানলে অন্ধকারেই থেকে যাবেন!

ওয়েব ডেস্ক: রমরমিয়ে চলছে রিও কার্নিভেল। কিন্তু রিও কার্নিভেল সম্পর্কে বিশেষ কিছু জানা নেই অনেকেরই। এক ঝলকে এই তথ্যগুলো জেনে নিন। ভালোই লাগবে।

১) রিও কার্নিভেল এবারও চলবে ১০ ফেব্রুয়ারি রাত পর্যন্ত।

২) রিও কার্নিভেল শুরু হয়েছিল ১৭২৩ সাল থেকে।

৩) এবার রিও কার্নিভেল দেখতে বাইরে থেকে ভিড় জমিয়েছেন প্রায় ৮ লক্ষ মানুষ।

৪) রিওতে এই ফেব্রুয়ারি মাসেই পড়ে সবথেকে বেশি গরম।

৫) ১৯৩০ নাগাদ তাই রিও কার্নিভেলে সাদা পোশাকেরই চল ছিল বেশি।

৬) ১৯৫০ এর আগে পর্যন্ত রিও কার্নিভেলে এত খোলামেলা পোশাকের চল ছিল না। কিন্তু ১৯৫০ এর পর থেকে এখানে পুরুষরা উর্ধাঙ্গ অনাবৃত রাখা শুরু করে আর মহিলারা বিকিনিতে নিজেদের আরও মোহময়ী করে তোলে।

৭) ১৯৮০ সালে রিও কার্নিভেলকে আরও বেশি ভালোভাবে আয়োজন করার জন্য তৈরি করা হয় সাম্বাোদ্রোমো স্টেডিয়াম।

৮) রিও কার্নিভেলের প্যারেডে হাঁটতে পারেন সবাই। বয়স বা লিঙ্গ কোনও বাধা নয়।

৯) শুধুমাত্র রিও কার্নিভেলের জন্যই ১৭ হাজার টয়লেট তৈরি হয়।

১০) এ বছর রিও কার্নিভেল শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে।

 

.