প্রকৃতির `পরমাণু বিস্ফোরণে` নাজেহাল রাশিয়া
গতকাল রাশিয়ার বায়ুমণ্ডলে যে উল্কা বিস্ফোরণ ঘটেছিল তার শক্তি একটি পারমানবিক বোমার সমান। মার্কিন গবেষক অ্যান্ড্রু চ্যাং আজ এই কথা জানিয়েছেন। দশ টন ওজনের ৪৯ ফুট দৈর্ঘ্যের এই উল্কাটি বিস্ফোরণের সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক কিলোটন শক্তি বিচ্ছুরিত করে।
গতকাল রাশিয়ার বায়ুমণ্ডলে যে উল্কা বিস্ফোরণ ঘটেছিল তার শক্তি একটি পারমানবিক বোমার সমান। মার্কিন গবেষক অ্যান্ড্রু চ্যাং আজ এই কথা জানিয়েছেন। দশ টন ওজনের ৪৯ ফুট দৈর্ঘ্যের এই উল্কাটি বিস্ফোরণের সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েক কিলোটন শক্তি বিচ্ছুরিত করে।
এই বিচ্ছুরিত শক্তির ফলে মধ্য রাশিয়ার চেলিয়াবিঙ্কের পার্বত্য অঞ্চলের আহত হয়েছেন ১৫০০-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্থ বেশকিছু বাড়ি। এছাড়াও এই বিস্ফোরণ ওই অঞ্চলের ব্যাপক পরিবেশ দূষণের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
এছাড়াও ঠিক যে অঞ্চলে এই বিস্ফোরণটি হয়েছে তার মাত্র ৬০ মাইল দূরে অবস্থিত মায়াকে পারমাণবিক সংরক্ষণ ও অস্ত্র নিক্ষেপণ কেন্দ্র। ওই সময় ওই কেন্দ্রে কয়েক ডজন টনের প্লুটোনিয়াম সংরক্ষিত ছিল। ফলে উল্কা বিস্ফোরণের স্থান কিছুটা এগিয়ে এলেই আরও বৃহৎ দূর্ঘটনার সম্ভাবনা ছিল বলে দাবি করেছেন বিশেষজ্ঞ মহল।