ফেসবুকে হ্যাকার হানা
হ্যাকারদের নিশানায় স্যোশাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক। তবে এখনও কোনও তথ্য চুরি যায়নি বলেই জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে সম্প্রতি এক অত্যাধুনিক হ্যাকিং এর চেষ্টা ধরা পড়েছে ফেসবুকের সিকিউরিটি সিসটেমে। সংস্থার কয়েকজন কর্মচারী একটি মোবাইল নির্মাণকারী সংস্থার সাইটে যাওয়ার সময়েই ফেসবুক হ্যাকারদের খপ্পরে পড়ে।
হ্যাকারদের নিশানায় স্যোশাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক। তবে এখনও কোনও তথ্য চুরি যায়নি বলেই জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।
সংস্থাটি জানিয়েছে সম্প্রতি এক অত্যাধুনিক হ্যাকিং এর চেষ্টা ধরা পড়েছে ফেসবুকের সিকিউরিটি সিসটেমে। সংস্থার কয়েকজন কর্মচারী একটি মোবাইল নির্মাণকারী সংস্থার সাইটে যাওয়ার সময়েই ফেসবুক হ্যাকারদের খপ্পরে পড়ে।
ফক্স নিউজ সূত্রে জানানো হয়েছে কেবলমাত্র ফেসবুক নয়, আরও বেশ কিছু সংস্থার সাইটও হ্যাকারদের খপ্পরে পড়েছে।
সম্প্রতি হ্যাক হয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। তার জেরে প্রায় আড়াই লক্ষ ইউজারদের নাম ও ইমেল আইডি হ্যাকারদের হাতে চলে আসে।